কলকাতা, 26 অগাস্ট : রাজ্যে বিমান প্রবেশের ক্ষেত্রে নিয়ম শিথিল প্রশাসনের ৷ বন্ধ থাকা ছয় শহর মুম্বই, দিল্লি, পুনে, চেন্নাই, সুরাত ও আমেদাবাদ থেকে সপ্তাহে তিনদিন বিমান আসতে পারে ৷ 1 সেপ্টেম্বর থেকে তা চালু করা যেতে পারে ৷ ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷
রাজ্যের কোরোনা পরিস্থিতি ও লকডাউন নিয়ে আজ ক্যাবিনেট বৈঠক করেন মুখ্যমন্ত্রী ৷ বৈঠক শেষে রাজ্যে ট্রেন ও মেট্রো চলাচলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঘোষণা করেন ৷ জানান, মেট্রো চললে আপত্তি নেই ৷ তবে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে ৷ এক চতুর্থাংশ লোকাল ট্রেন চালানো যেতে পারে ৷ এই নিয়ে রেল চাইলে রাজ্য সরকারের সঙ্গে আলোচনায় বসতে পারে ৷
সাপ্তাহিক লকডাউনের মেয়াদ বৃদ্ধির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ৷ জানান, সেপ্টেম্বরের 7, 11, 12 সাপ্তাহিক লকডাউন থাকবে ৷ বাকি যে যে তারিখে লকডাউন জারি করা হবে তা পরে জানানো হবে ৷ তাঁর আরও ঘোষণা, এখনই স্কুল কলেজ খোলা হচ্ছে না ৷ মুখ্যমন্ত্রী জানান, 20 সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে সমস্ত স্কুল-কলেজ ৷ পরে বৈঠক করে পরবর্তী সিদ্ধান্তের কথা জানানো হবে ৷
এদিনের বৈঠকে তাজপুর বন্দর, রাজ্যে কর্মসংস্থান-সহ একাধিক বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী ৷ তিনি জানান, তাজপুর সমুদ্র বন্দর রাজ্য সরকারই তৈরি করবে ৷ যদিও এই বন্দর কেন্দ্র ও রাজ্য একসঙ্গে করার কথা ছিল ৷ তবে মুখ্যমন্ত্রীর অভিযোগ, কেন্দ্র অর্থ বরাদ্দ করেনি ৷ তাই রাজ্য এই প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যাবে ৷ এই বন্দর তৈরি হলে বাণিজ্য ক্ষেত্রে ও কর্মসংস্থান গড়ার ক্ষেত্রে সুবিধা হবে বলেও আসাপ্রকাশ করেন তিনি ৷