কলকাতা, 11 এপ্রিল : লকডাউনের জেরে জরুরি পরিষেবা ব্যতীত সবকিছু বন্ধ । নেই ট্রেন চলাচল । সবাই কার্যত গৃহবন্দী । তাই যাত্রীদেরও আনাগোনা । স্বভাবতই আশাপাশের দোকানপাটও বন্ধ । নেই হকারদের চিৎকার । লটারি দোকাগুলোর বিজ্ঞাপন । আপাতত থমকে স্টেশন চত্বর । উধাও সমস্ত ব্যস্ততা ।
ইতিমধ্যেই লকডাউন আবার দু সপ্তাহ বাড়ানোর খবর প্রকাশ্যে এসেছে । শহরজুড়ে ঘরবন্দী মানুষ সংক্রমণের আতঙ্কে দিন কাটাচ্ছে । তাই রোজকারের ব্যস্ত শিয়ালদা স্টেশন চত্বরে এখন হাতেগোনা লোকের আনাগোনা। স্টেশনের মূল প্রবেশদ্বারের শাটার নামানো। বৈঠকখানা বাজারে যারা উপায়ন্তর না দেখে সবজি বিক্রি করতে আসেন তাঁরাও সমস্যায়।