কলকাতা, 28 মার্চ : কোরোনা আতঙ্কে কাঁপছে রাজ্য । লকডাউনের চতুর্থ দিন । তার মাঝেই চলল টক টু মেয়র অনুষ্ঠান। শহরবাসীর সঙ্গে সরাসরি ফোনে কথা বললেন মেয়র ফিরহাদ হাকিম। সেখানেই অভিযোগ উঠল শহরের কিছু এলাকার বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ে।
লকডাউন হলেও তার প্রভাব পড়েনি টক টু মেয়র অনুষ্ঠানে । আজ শহরের নানা প্রান্ত থেকে প্রচুর মানুষ ফোন করে নিজেদের এলাকার কথা জানান মেয়রকে । এর মাঝেই কয়েকজন অভিযোগ জানান, রাজাবাজার, খিদিরপুর মেটিয়াব্রুজ়ের মতো মুসলিম অধ্যুষিত এলাকায় এখনও রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন মানুষজন। সরকারের নির্দেশ অমান্য করেই মোড়ে মোড়ে ঘুরতে দেখা যাচ্ছে তাঁদের। এতে অন্যরা যে আতঙ্কিত সেকথাও মেয়রকে জানানো হয় ।