কলকাতা, 4 নভেম্বর:দিনের ব্যস্ত সময়ে বিপত্তি ৷ ওভারহেডের তার ছিঁড়ে শিয়ালদা দক্ষিণ শাখায় বিঘ্নিত হল ট্রেন চলাচল ৷ শনিবার সকাল 8.50 মিনিট নাগাদ এই ঘটনা ঘটে ৷ সকাল সকাল বালিগঞ্জ স্টেশনে ওভারহেডের তার ছিঁড়ে যায় । এর জেরে চূড়ান্ত হয়রানির শিকার হতে হয় নিত্যযাত্রীদের । আধঘণ্টারও বেশি সময় বন্ধ রইল শিয়ালদা দক্ষিণ শাখার ট্রেন চলাচল। বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও দেরিতে চলছে ট্রেন ৷
জানা গিয়েছে, শনিবার সকালে বালিগঞ্জ স্টেশনে যে লাইন দিয়ে মালগাড়ি যাতায়াত করে, সেই ওভারহেডের তার ছিঁড়ে যায় । আর সেই তারই ঠিক করতে গিয়ে বাকি লাইনগুলোরও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় । ফলে সমস্ত ট্রেন দাঁড়িয়ে পড়ে । সকাল 8.50 মিনিট নাগাদ বজবজ, সোনারপুর, ক্যানিং-সহ শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় । ওডারহেডের তার মেরামত করে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন রেলকর্মীরা । তার জন্য বেশ খানিকটা সময় লেগে যায় । রেলের তরফে খবর, সকাল 9টা 25 মিনিট নাগাদ আবারও ট্রেন চলাচল শুরু হয়েছে । তবে শেষ খবর পাওয়া পর্যন্ত তা পুরোপুরি স্বাভাবিক হয়নি । অর্থাৎ লোকাল ট্রেনগুলি নির্ধারিত সময়ের চেয়ে দেরি করে চলছে । আর তাতেই ক্ষুব্ধ যাত্রীরা ।