পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাংলাদেশের দিকে এগোচ্ছে বুলবুল, রাজ্যে মৃত 4 - মমতা বন্দ্যোপাধ্যায় বুলবুল নিয়ে কী বললেন

photo

By

Published : Nov 9, 2019, 7:01 PM IST

Updated : Nov 10, 2019, 10:59 AM IST

07:56 November 10

কলকাতা, 10 নভেম্বর : বর্তমানে গতি কমিয়েছে বুলবুল । ক্রমশ বাংলাদেশ উপকূলের দিকে সরছে । তবে, এখনও রাজ্যের বেশ কিছু জেলায় ঝড়ের সঙ্গে চলছে ভারী বৃষ্টিপাত । এদিকে, রাতে গাছ, বিদ্যুতের খুঁটি উপড়ে রাজ্যে তিনজনের মৃত্যু হয়েছে ৷ তারমধ্যে একজন পূর্ব মেদিনীপুরের ৷ বাকি দু'জন উত্তর 24 পরগনার ৷ শনিবার দুপুরে কলকাতায় গাছ ভেঙে এক যুবকের মৃত্যু হয় ৷ সবমিলিয়ে রাজ্যে চারজনের মৃত্যু হয়েছে ৷

LIVE UPDATES :

  • শক্তি কমিয়ে 'অতি শক্তিশালী ঘূর্ণিঝড়' থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে বুলবল । 
  • ভারত ও বাংলাদেশ সীমান্তে অবস্থান করছে ।
  • বর্তমান গতিবেগ 80-90 কিলোমিটার ।
  • বাংলাদেশের খেপুপাড়া থেকে 80 কিলোমিটার উত্তর-পশ্চিমে রয়েছে বুলবুল ।
  • সুন্দরবন ন্যাশনাল পার্ক থেকে 75 কিলোমিটার উত্তর-পূর্বে রয়েছে । 

05:57 November 10

  • দক্ষিণ 24 পরগনার গোসাবা, ঝরখালি, কুলতলি ও পাখিরালয়ে ঝড়ের সঙ্গে চলছে ভারী বৃষ্টিপাতও ৷

01:50 November 10

  • দক্ষিণ 24 পরগনা পেরিয়ে বাংলাদেশে ঢুকছে বুলবুল ৷
  • বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে প্রবেশের পর ঝড়ের গতি আরও কমবে ৷ 

00:53 November 10

  • গঙ্গাসাগর উপকূলবর্তী অঞ্চলে থেমেছে বৃষ্টি ৷ বাতাসের গতিও কমে প্রতি ঘণ্টায় 70 কিলোমিটারে নেমে এসেছে ৷
  • সাগর দ্বীপ ও বকখালিতে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক ৷ ভেঙে পড়েছে 250 টিরও বেশি গাছ ৷ ক্ষতি হয়েছে দু'হাজারেরও বেশি মাটির বাড়ির ৷ তবে হতাহতের কোনও খবর নেই ৷ সাগর দ্বীপে এখন বাতাসের গতি রয়েছে প্রতি ঘণ্টায় 80-90 কিলোমিটার ৷
  • দক্ষিণ 24 পরগনায় জেলা প্রশাসনের আধিকারিকদের নিয়ে এখনও গোটা বিষয়ের উপর নজর রাখছেন জেলাশাসক পি উলগানাথন ৷

23:49 November 09

ঝড়ে ভেঙে পড়েছে গাছ
  • পূর্ব মেদিনীপুরের 31 নম্বর জাতীয় সড়ক ও 116 বি রাজ্য সড়কে গাছ ভেঙে পড়েছে ৷ 

23:15 November 09

বুলবুলের অবস্থান

 

  • আজ ও কাল বাতিল দিঘা গামী ট্রেন

22:44 November 09

  • টালিগঞ্জ ও বালিগঞ্জে ঝোড়ো হাওয়ায় ভেঙে পড়ল একাধিক গাছ 
  • রিজেন্ট পার্কের কাছে গাছ পড়ে ক্ষতিগ্রস্ত বাইক ৷ প্রাণে রক্ষা পেলেন বাইক আরোহী

22:28 November 09

জলমগ্ন বিমানবন্দর সংলগ্ন কৈখালি এলাকা

নবান্নর কন্ট্রোলরুম থেকে জানালেন মুখ্যমন্ত্রী :

  • রাজ্যে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে
  • ক্ষতিগ্রস্তরা পাবেন সরকারি সাহায্য
  • ড্রোনের মাধ্যমে ক্ষয়ক্ষতির সমীক্ষা হচ্ছে
  • 318 টা ত্রাণ শিবির খোলা হয়েছে
  • দুর্গতদের ত্রাণ শিবিরে পাঠানো হয়েছে
  • সাইক্লোন সেন্টারেই থাকবেন দুর্গতরা
  • দুর্গতদের জন্য খাবারের ব্যবস্থা করা হচ্ছে
  • খোলা হয়েছে 215 টি অস্থায়ী রান্নাঘর

22:00 November 09

  • বারুইপুর - ডায়মন্ড হারবার সেকশনে রাত 9 টা 45 মিনিট থেকে স্বাভাবিক ট্রেন চলাচল  

21:44 November 09

বুলবুলের প্রভাবে কলকাতায় শুরু বৃষ্টি...
  • ক্ষতিগ্রস্ত এলাকায় সোমবার স্কুল ছুটির ঘোষণা রাজ্য সরকারের

21:22 November 09

  • জলমগ্ন বিমানবন্দর সংলগ্ন কৈখালি এলাকার রাস্তা , ব্যাহত যান চলাচল
  • পাশকুঁড়া-দিঘা, হাওড়া-পাশকুড়া-দিঘা লোকাল ট্রেন বাতিল করা হয়েছে
  • ট্রেন পরিষেবা বন্ধের কারণে বারুইপুর থেকে বাসুলডাঙায় পাঠানো হচ্ছে টাওয়ার ভ্যান

20:41 November 09

  • হুগলিতে শুরু বৃষ্টি , বন্ধ ফেরি পরিষেবা

20:12 November 09

  • শিয়ালদহ দক্ষিণ শাখায় লক্ষ্মীকান্তপুর ও নামখানা সেকশনে লোকাল ট্রেন চলাচল বন্ধ করে দিল পূর্ব রেল 
  • গাছ পড়ে বারুইপুর ও ডায়মন্ড হারবারের মধ্যে ট্রেন চলাচল বন্ধ 

20:05 November 09

  • রাজ্যের উপকূলবর্তী অঞ্চলে ঘণ্টায় 112 কিমি বেগে ঝোড়ো হাওয়া
  • কলকাতায় ঘণ্টায় 70 কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা, জানাল আবহাওয়া দপ্তর

19:53 November 09

দিঘায় এই মুহূর্তের পরিস্থিতি...
  • দুই 24 পরগনা, দুই মেদিনীপুর ও সুন্দরবন এলাকায় অতি ভারী বৃষ্টি শুরু হয়েছে  
  • বকখালি, নামখানা, কাকদ্বীপের দিকে ধেয়ে আসছে বুলবুল 

19:35 November 09

  • উদ্ধারকার্য চালাচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন

19:27 November 09

  • ওলা, উবার সংস্থার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ বিধাননগর পুলিশের
  • ওলা, উবার সংস্থাকে অনুরোধ অতিরিক্ত গাড়ির জন্য
  • যাত্রীদের ফেরাতে 10টা অতিরিক্ত বাসের আয়োজন বিমানবন্দরে

19:18 November 09

সাগরদ্বীপে আছড়ে পড়ল বুলবুল
  • নন্দীগ্রামে ও খেজুরিতে ক্ষতিগ্রস্ত কয়েকটি মাটির বাড়ি
  • ঘটনাস্থানে গেলেন শুভেন্দু অধিকারী
  • পূর্ব মেদিনীপুরের কয়েকটি কাঁচা বাড়ির চাল উড়ে গেছে

19:14 November 09

  • পূর্ব মেদিনীপুর হয়ে সাগরদ্বীপে আছড়ে পড়ে বুলবুল
  • সাগরদ্বীপ-বকখালির মাঝে বুলবুলের অবস্থান
  • ঘূর্ণিঝড়ে সাগরে ভেঙেছে একাধিক কাঁচাবাড়ি

19:02 November 09

  • সাগরদ্বীপে 120 কিমি বেগে আছড়ে পড়ল বুলবুল ৷  
  • কলকাতা থেকে 160 কিমি দূরে অবস্থান করছে বুলবুল ৷ ঘণ্টাখানেকের মধ্যে আছড়ে পড়তে পারে ৷ 
  • নবান্নে কন্ট্রোল রুম খোলা হয়েছে  ৷ 

18:35 November 09

  • রাত 8 টা থেকে 11 টার মধ্যে সুন্দরবনের ডেল্টাগঞ্জ এলাকায় বুলবুল আছড়ে পড়বে ৷ 
  • আছড়ে পড়ার সময় বুলবুলের গতি থাকবে ঘণ্টায় 110 থেকে 120 কিলোমিটার ৷ সর্বোচ্চ গতিবেগ হতে পারে প্রতি ঘণ্টায় 135 কিলোমিটার ৷
  • সন্ধের পর থেকেই ফের শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় বুলবুল । 
  • ভদ্রকে ঝড়োহাওয়ার সঙ্গে বৃষ্টি৷ ভেঙে পড়েছে ঘরবাড়ি৷ 
  • রাজ্যের দশটি জেলার সমস্ত স্কুল বন্ধ রয়েছে ৷ উপকূলবর্তী এলাকা থেকে 1 লাখ 20 হাজারের বেশি মানুষকে ইতিমধ্যে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷
    Last Updated : Nov 10, 2019, 10:59 AM IST

    ABOUT THE AUTHOR

    ...view details