"ভয় দেখিয়ে মুকুলকে রেখে দেওয়া হয়েছিল বিজেপিতে । তৃণমূলে আগের সম্মানেই থাকবেন মুকুল রায় ।" বললেন মমতা বন্দ্যোপাধ্যায় ।
Mukul Roy : পিসিকে পাশে বসিয়ে দ্বিতীয় দফায় মুকুলের অভিষেক পর্বকে স্বাগত জানালেন ভাইপো - Mukul Roy at TMC Bhawan
16:52 June 11
আজ তৃণমূল ভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দেখা করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় (Mukul Roy) ও তাঁর ছেলে শুভ্রাংশু রায় ৷ বৈঠক শেষে আজই বাবা ও ছেলে যোগ দিলেন তৃণমূলে ।
16:46 June 11
"ঘরের ছেলে ঘরে ফিরল । মুকুল আমাদের ঘরের ছেলে । মুকুলের সঙ্গে কোনওদিন সমস্যা ছিল না । তৃণমূলে ফিরে মুকুল মানসিক শান্তি পেল । " মুকুল রায়ের তৃণমূলে ফেরা প্রসঙ্গে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের ।
16:42 June 11
আমার অত্যন্ত ভাল লাগছে বাংলা আবার নিজের জায়গায় ফিরবে । পুনরায় তৃণমূলে যোগ দিয়ে বললেন মুকুল রায় ।
16:40 June 11
তৃণমূলে যোগ দিলেন মুকুল রায় । যোগ দিলেন শুভ্রাংশু রায়ও ।
16:38 June 11
তৃণমূল ভবনের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় ও মুকুল রায় পাশাপাশি ।
15:41 June 11
"জল্পনা-কল্পনায় কান দেওয়ার সময় নেই । বিজেপি কর্মীরা মার খাচ্ছেন । তাঁদের নিয়ে ভাবনা চিন্তা করছি ।" শুক্রবার দুপুরে উত্তর 24 পরগনার বনগায় এক কর্মী সম্মেলন শেষে মুকুল রায় প্রসঙ্গে এমনটাই বললেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ ।
14:57 June 11
বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে আজ সকাল থেকেই মুকুল রায়ের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছিল বলে শোনা যাচ্ছে । কিন্তু সেই ফোনের উত্তর দেননি মুকুল রায় ।
14:42 June 11
তৃণমূল ভবনে পৌঁছালেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ।
14:38 June 11
সাড়ে তিনটের সময় সাংবাদিক বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায় । সাংবাদিক বৈঠকে থাকতে পারেন মুকুল রায়ও ।
14:30 June 11
- তৃণমূল ভবনে পৌঁছালেন মুকুল রায় । সঙ্গে রয়েছেন শুভ্রাংশু রায় ।
14:24 June 11
- তৃণমূল ভবনে পৌঁছালেন মমতা বন্দ্যোপাধ্যায় ।
14:22 June 11
- সূত্রের খবর, আজই প্রবীর ঘোষাল, সোনালী গুহ-সহ কয়েকজন দলত্যাগীরাও তৃণমূলে ফিরতে পারেন ।
14:13 June 11
- আর কিছুক্ষণের মধ্যে তৃণমূল ভবনে পৌঁছাবেন মুকুল । সঙ্গে রয়েছেন ছেলে শুভ্রাংশু । তৃণমূলে ভবনে যাওয়ার পরই এই বিষয়ে কিছু বলবেন বলে জানিয়েছেন মুকুল রায় ।
14:12 June 11
- অন্যদিকে, কালীঘাট থেকে তৃণমূলের ভবনের উদ্দেশে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
14:08 June 11
- সল্টলেকের বাড়ি থেকে তৃণমূল ভবনের উদ্দেশে রওনা দিলেন মুকুল রায় ।