পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লাইভ আপডেট : রাজ্যে 48 ঘণ্টা লকডাউনের আজ দ্বিতীয় দিন - লকডাউন

Unlock
আনলক

By

Published : Aug 21, 2020, 8:19 AM IST

Updated : Aug 21, 2020, 9:07 AM IST

07:18 August 21

কোরোনা সংক্রমণের নিরিখে রাজ্যে সংক্রমণের হার ঊর্ধ্বমুখী ৷ সংক্রমণ রুখতে অগাস্ট মাসে সাতদিন লকডাউনের ঘোষণা করেছে রাজ্য সরকার ৷ আজ তার চতুর্থ দিন । এ পরিস্থিতিতে আজ রাজ্যের পরিস্থিতি কেমন তা দেখে নেওয়া যাক ৷

  • কলকাতার বেসরকারি একটি হাসপাতালে ভেন্টিলেটর সাপোর্টে সুস্থ হয়ে উঠল COVID-19-এ আক্রান্ত শিশু । পূর্ব মেদিনীপুরের ওই শিশুকে বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে । COVID-19-এ আক্রান্ত এবং ভেন্টিলেশনে থেকে সুস্থ হয়ে উঠেছে এমন রোগীদের মধ্যে এই শিশুটিই সর্বকনিষ্ঠ বলে জানিয়েছে কলকাতার বেসরকারি হাসপাতাল ।
  • কোরোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠলেন রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ ।

06:13 August 21

  • কোরোনায় সংক্রমণে ফের রেকর্ড রাজ্যে ৷ একদিনে আক্রান্তের সংখ্যা 3 হাজার 197 জন ৷ মৃত্যু হয়েছে 53 জনের ৷
  • উত্তর 24 পরগনায় একদিনে কোরোনায় মৃত 14 জন ।
  • সৎকার করার পরেরদিন বৃদ্ধের রিপোর্ট কোরোনা পজ়িটিভ আসে । বালুরঘাট ব্লকের ঘটনা ।
Last Updated : Aug 21, 2020, 9:07 AM IST

ABOUT THE AUTHOR

...view details