পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মেদিনীপুরে মেগা-ব়্যালি, কে কে যাচ্ছেন পদ্মশিবিরে ? - মেদিনীপুরে অমিত শাহর মেগা-ব়্যালি

সূত্রের খবর, তৃণমূলের 5 জন সংখ্যালঘু নেতা আজ বিজেপিতে যোগ দিতে চলেছেন । থাকছেন আরও রাজ্য ও জেলাস্তরের আরও একঝাঁক নেতা ।

Amit Shah Mega Rally
ফাইল ছবি

By

Published : Dec 19, 2020, 2:27 PM IST

Updated : Dec 19, 2020, 2:35 PM IST

কলকাতা, 19 ডিসেম্বর : রাজনৈতিক জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন শুভেন্দু অধিকারী । ইতিমধ্যেই মেদিনীপুরের কলেজ মাঠে পৌঁছে গেছেন তিনি । সূত্রের খবর, শুভেন্দুর পাশাপাশি রাজ্য ও জেলাস্তরের একঝাঁক নেতা আজ যোগ দিতে চলেছেন গেরুয়া শিবিরে । মেদিনীপুরের সভা থেকে কে কে পরবেন পদ্মর জার্সি ? জল্পনা তুঙ্গে ।

বিজেপির তরফে দাবি করা হয়েছে, শুভেন্দুর পাশাপাশি তৃণমূলের 6 বিধায়ক যোগ দিচ্ছেন গেরুয়া শিবিরে । এছাড়া সিপিআই, সিপিআইএম ও কংগ্রেসেরও এক জন করে বিধায়ক রয়েছে তালিকায় । সূত্রের খবর, আজই তৃণমূলে যোগ দিচ্ছেন তৃণমূল সাংসদ সুনীল মণ্ডল । তালিকায় রয়েছে প্রাক্তন সাংসদ দশরথ তিরকে, উত্তর কাঁথির বিধায়ক বনশ্রী মাইতি, হলদিয়ার সিপিআইএম বিধায়ক তাপসী মণ্ডল, তমলুকের বাম বিধায়ক অশোক দিন্দাও ।

তালিকায় তৃণমূলের বাকি বিধায়কদের মধ্যে রয়েছে কালনার বিশ্বজিৎ কুণ্ডু, পূর্ব বর্ধমানের সৈকত পাঁজা, নাগরাকাটায় সুকরা মুন্ডা । সদ্য ঘাসফুলের জার্সি ছেড়ে বেরিয়ে আসা ব্যারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্তও রয়েছেন তালিকায় । গাজোলের তৃণমূল বিধায়ক দীপালি বিশ্বাস নিজেই জানিয়েছেন তাঁর বিজেপিতে যোগদানের বিষয়ে ।

আরও পড়ুন : 200 আসনে জয় পেতে বঙ্গ BJP-র ভরসা শাহর "ফর্মুলা 23"

তৃণমূলের 5 জন সংখ্যালঘু নেতা আজ বিজেপিতে যোগ দিতে চলেছেন বলে সূত্রের খবর । এই 5 জনের মধ্যে রয়েছেন, অহিদূল হক, পারভেজ রহমহ, আলমগীর মোল্লা, কবিরূল ইসলাম, করেন হাসেন খান ।

পুরুলিয়ার কংগ্রেস বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়, রাজ্য কংগ্রেসের মুখপাত্র সন্ময় মুখোপাধ্যায়ও আজ বিজেপিতে যোগ দিতে চলেছেন বলে সূত্রের খবর । এছাড়া কর্নেল দীপ্তাংশু চোধুরি ও সদ্য ঘাসফুলের জার্সি খুলে রাখা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রয়েছেন যোগদানকারীদের তালিকায় ।

Last Updated : Dec 19, 2020, 2:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details