কলকাতা, 19 ডিসেম্বর : রাজনৈতিক জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন শুভেন্দু অধিকারী । ইতিমধ্যেই মেদিনীপুরের কলেজ মাঠে পৌঁছে গেছেন তিনি । সূত্রের খবর, শুভেন্দুর পাশাপাশি রাজ্য ও জেলাস্তরের একঝাঁক নেতা আজ যোগ দিতে চলেছেন গেরুয়া শিবিরে । মেদিনীপুরের সভা থেকে কে কে পরবেন পদ্মর জার্সি ? জল্পনা তুঙ্গে ।
বিজেপির তরফে দাবি করা হয়েছে, শুভেন্দুর পাশাপাশি তৃণমূলের 6 বিধায়ক যোগ দিচ্ছেন গেরুয়া শিবিরে । এছাড়া সিপিআই, সিপিআইএম ও কংগ্রেসেরও এক জন করে বিধায়ক রয়েছে তালিকায় । সূত্রের খবর, আজই তৃণমূলে যোগ দিচ্ছেন তৃণমূল সাংসদ সুনীল মণ্ডল । তালিকায় রয়েছে প্রাক্তন সাংসদ দশরথ তিরকে, উত্তর কাঁথির বিধায়ক বনশ্রী মাইতি, হলদিয়ার সিপিআইএম বিধায়ক তাপসী মণ্ডল, তমলুকের বাম বিধায়ক অশোক দিন্দাও ।
তালিকায় তৃণমূলের বাকি বিধায়কদের মধ্যে রয়েছে কালনার বিশ্বজিৎ কুণ্ডু, পূর্ব বর্ধমানের সৈকত পাঁজা, নাগরাকাটায় সুকরা মুন্ডা । সদ্য ঘাসফুলের জার্সি ছেড়ে বেরিয়ে আসা ব্যারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্তও রয়েছেন তালিকায় । গাজোলের তৃণমূল বিধায়ক দীপালি বিশ্বাস নিজেই জানিয়েছেন তাঁর বিজেপিতে যোগদানের বিষয়ে ।