পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bengal Scientists in ISRO Team: ইসরোর 'টিম চন্দ্রযান 3'-তে আছেন বাংলার 31 বিজ্ঞানী - ইসরো

Bengal Scientists in ISRO Team: ইসরোর 'টিম চন্দ্রযান 3'-এ বাংলা থেকে আছেন 31 জন বিজ্ঞানী ৷ দেখে নিন কারা আছেন সেই তালিকায় ৷

Bengal Scientists in ISRO Team
চন্দ্রযান 3

By ETV Bharat Bangla Team

Published : Aug 24, 2023, 8:06 PM IST

কলকাতা, 24 অগস্ট:চন্দ্রযান 3 মিশনের সাফল্যে গর্বিত গোটা দেশ ৷ এই বিরাট সাফল্যে বাংলার অবদানও কিছু কম নয় ৷ ইসরোর টিমে থাকা বিজ্ঞানীদের মধ্যে রয়েছেন এমন 31 জন, যাঁরা বাংলা থেকে পড়াশোনা করেছেন ৷ দেখে নিন সেই নামের তালিকা...

1) চন্দ্রযান 3 প্রকল্পের দলে ছিলেন মৌমিতা দত্ত ৷ তিনি হোলি চাইল্ড ইনস্টিটিউটের ছাত্রী ৷ তার পরে পড়েছেন রাজাবাজার সায়েন্স কলেজে ৷

2) উত্তরপাড়া সরকারি হাইস্কুলের জয়ন্ত লাহা 2009 সালে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন নিয়ে পাশ করেছেন শিবপুর আইআইইএসটি থেকে ৷

3) এই দলের অপর সদস্য মানস সরকার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র ৷

4) ইসলামপুর হাইস্কুলের ছাত্র অনুজ নন্দী প্রথমে রায়গঞ্জ কলেজ ও পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেন ৷

5) মছলন্দপুর নকপুলস্বামী সেবা সংঘের ছাত্র নীলাদ্রি মৈত্র উচ্চশিক্ষা শেষ করেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে ৷

6) চন্দ্রযান 3-এর টিমের অপর সদস্য বিজয় কুমার বেলুড় রামকৃষ্ণ মিশন কলেজ, যাদবপুর বিশ্ববিদ্যালয় ও কল্যাণী সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ

7) বিটি রোড সরকারি অনুদানপ্রাপ্ত হাইস্কুলের ছাত্র সায়ন চট্টোপাধ্যায় পড়েছেন বরানগর রামকৃষ্ণ মিশন, এমসিকেভি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ৷

8) অমিতাভ গুপ্তা যাদবপুর বিশ্ববিদ্যালয় ও আইআইটি কানপুরে পড়াশোনা করেছেন ৷

9) সাউথ পয়েন্টের ছাত্র অভ্রজিৎ পড়েছেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্পেস সায়েন্স অ্যান্ট টেকনোলজিতে ৷

10) খিলা গোপীমোহন স্কুলের ছাত্র অমিত মাজি পড়েছেন বেলুড় রামকৃষ্ণ মিশন ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে ৷

11) ডন বস্কো স্কুলের ছাত্র সৌরভ বসু উচ্চশিক্ষা শেষ করেন দিল্লি বিশ্ববিদ্যালয়ে ৷

আরও পড়ুন:চন্দ্রযান 3-এর সাফল্যে বড় অবদান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের

12) উত্তরপাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র সুমিতেশ সরকার পরবর্তীতে পড়েন আইআইইএসটিতে ৷

13) দেবজ্যোতি ধরও পড়েন আইআইইএসটিতে ৷

14) হোলি চাইল্ড স্কুলের ছাত্র কৌশিক নাগ পড়েছেন জলপাইগুড়ি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে ৷

15) তমলুক হ্যামিল্টন উচ্চ বিদ্যালয়ের ছাত্র আর্য রানা পড়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ৷

16) টসিকুল ওয়ারা পড়েছেন বহরমপুরের কেএন কলেজে ৷

17) কৃশানু নন্দী পড়েন আরসিসি ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি, কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে

18) তুষারকান্তি দাস চন্দ্রযানের ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর

19) চয়ন দত্ত তেজপুর বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক্স এবং যোগাযোগ বিভাগে পড়েছেন ।

20) ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে পড়েছেন সৌরভ মাজি ।

21) কল্যাণী সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়েছেন পীযূষকান্তি পট্টনায়েক ৷

22) রিন্টু নাথ পড়েছেন আইআইইএসটিতে ৷

23) মহম্মদ মোশাররফ হুসেন পড়েছেন বিশ্বভারতী ও আইআইটি দিল্লিতে ৷

24) উশুমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্র রাজীব সাহা পড়েছেন আইআইটি খড়গপুর ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ৷

25) সৌম্যজিৎ চট্টোপাধ্যায় পড়েছেন টেকনো মেইন, সল্টলেক, কলকাতায় ৷

26) সুব্রত চক্রবর্তী পড়েছেন নর্থ ইস্টার্ন ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ।

27) পঙ্কজ নাথ পড়েছেন নর্থ ইস্টার্ন ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ।

28) বরুণ বিশ্বাস পড়েছেন বিআইটি কলকাতায় ৷

29) ইসরোর মহাকাশ বিজ্ঞান প্রোগ্রামের পরিচালক ডা. তীর্থপ্রতিম দাস সেন্ট লরেন্স হাইস্কুলের ছাত্র ৷ পরবর্তীতে পড়েছেন সেন্ট জেভিয়ার্স কলেজ, ইনস্টিটিউট অফ রেডিওফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্সে ৷

30) জয়ন্ত পাল পড়েছেন তেঁতুলিয়া উচ্চ বিদ্যালয়ে ও পরবর্তীতেত বারাসত সরকারি কলেজ ও খড়গপুর আইআইটিতে ৷

31) বুলবুল মুখোপাধ্যায় পড়েছেন সিস্টার নিবেদিতা গার্লস স্কুলে ৷

ABOUT THE AUTHOR

...view details