কলকাতা, 27 জুলাই:কলেজ সার্ভিস কমিশনে নিয়োগ দুর্নীতি নিয়ে মুখ্যমন্ত্রীকে খোলা চিঠির পর এবার 122 জনের নামের তালিকা পাঠানো হল মুখ্যমন্ত্রীর দফতরে(list of 122 illegal recruitment through College Service Commission have been submited in CMO)। অভিযোগ, মেধাতালিকাভুক্ত না হয়েও তৃণমূলের নেতা, মন্ত্রীদের আত্মীয়রা চাকরি পেয়েছেন । টাকার বিনিময়েও চাকরি পেয়েছেন অনেকে । বুধবার এরকমই 122 জনের নামের তালিকা-সহ একাধিক বিষয়ে স্মারকলিপি দিলেন মেধাতালিকাভুক্ত নিয়োগ না পাওয়া চাকরিপ্রার্থীরা । তাঁদের দাবি, মুখ্যমন্ত্রীর দফতরে মেল করার পাশাপশি কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যানের কাছে প্রমাণ-সহ স্মারকলিপি জমা দেওয়া হয়েছে ।
অভিযোগ, কলেজ সার্ভিস কমিশনেও ভুঁড়ি ভুঁড়ি অবৈধ নিয়োগ হয়েছে । তাঁদের মধ্যে মন্ত্রী জাকির হোসেনের নিকটাত্মীয়, পরিচিত যেমন আছেন, তেমনি বিধায়ক সমীর পোদ্দার ও তৃণমূল নেতা শান্তিরাম মাহাতো ছাড়াও তৃণমূলের একাধিক নেতার সুপারিশে চাকরি দেওয়া হয়েছে সামান্য এম.এ পাশ ব্যক্তিকে । বুধবার উচ্চশিক্ষা দফতরে ডেপুটেশন-সহ দুর্নীতির যে তথ্য জমা দিয়েছেন কলেজ চাকরি প্রার্থীরা, তাতে রয়েছে পার্থ চট্টোপাধ্যায় 'ঘনিষ্ঠ' মোনালিসা দাসের নাম । ডেপুটেশনে তাঁরা অভিযোগ করেছেন, প্রভাব খাটিয়ে কম যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের কলেজ সার্ভিস কমিশনের (CSC) মাধ্যমে চাকরি পাইয়ে দিতেন পার্থ চট্টোপাধ্যায়ের অধ্যাপিকা বান্ধবী মোনালিসা দাস ।
আরও পড়ুন :অধ্যাপক নিয়োগে দুর্নীতি! সিবিআই তদন্তের দাবি মেধাতালিকায় থাকা চাকরিপ্রার্থীদের