কলকাতা, 24 অগাস্ট : কোরোনা সংক্রমণ মোকাবিলায় মার্চ মাস থেকে দেশে লকডাউন জারি হয় । যার প্রভাব পড়েছে প্রায় সব ক্ষেত্রে । এরপর মদের দোকান খুললেও দেশে মদ বিক্রি কমেছে । পশ্চিমবঙ্গেও একই পরিস্থিতি । এই অবস্থায় রাজ্য সরকার মদের দাম বৃদ্ধির প্রস্তাব দিয়েছিল । এই প্রস্তাব যাতে কার্যকর করা না হয় তার আবেদন জানিয়ে রাজ্য সরকারের দ্বারস্থ হল ইন্ডিয়ান অ্যালকোহলিক বেভারেজ কম্পানি । তাদের বক্তব্য, যদি মদের দাম বৃদ্ধি করা হয় তাহলে এই শিল্পের অনেক ক্ষতি হয়ে যাবে । অনেক মানুষের কাজ চলে যাবে । এবং সরকারের কর আদায় ক্ষতিগ্রস্ত হবে ।
দু'টি বড় সংগঠন অর্থাৎ কনফেডারেশন অফ ইন্ডিয়ান অ্যালকোহলিক বেভারেজ কম্পানিজ় (CIABC) এবং আন্তর্জাতিক স্পিরিটস অ্যান্ড ওয়াইনস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার (ISWAI) তরফে জানানো হয়েছে , এটা সকলেরই ভালো মতো জানা আছে যে কোরোনা প্যানডেমিকের কারণে পশ্চিমবঙ্গে মদ বিক্রি অনেকটা কমেছে । ফলে মদ শিল্প ক্ষতির সম্মুখীন হচ্ছে ।