কলকাতা, 17 অগাস্ট : ভিক্টোরিয়া মেমোরিয়ালে ঘুরতে এসে বজ্রপাতে মৃত্যু হয়েছে সুবীর পালের ৷ তাঁর পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি পরবর্তীকালে ভাবা হবে বলে জানান দমকলমন্ত্রী সুজিত বসু ।
বজ্রপাতে মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণের বিষয়টি ভাবা হবে, বললেন মন্ত্রী
বজ্রপাতে মৃত্যু হয়েছে দমদমের সুবীর পালের ৷ তাঁর পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি ভেবে দেখার কথা বললেন দমকলমন্ত্রী সুজিত বসু ।
গতকাল স্ত্রী ও আড়াই বছরের মেয়ের সঙ্গে ভিক্টোরিয়া মেমোরিয়ালে ঘুরতে এসেছিলেন দমদমের বাসিন্দা সুবীর পাল ৷ বাজ পড়ে মৃত্যু হয় তাঁর ৷ আহত হন তাঁর স্ত্রী ও মেয়ে সহ 16 জন ৷ তাঁদের SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হলে সুবীরকে মৃত বলে ঘোষণা করা হয় । ছেড়ে দেওয়া হয় সুবীরবাবুর স্ত্রী ও মেয়েকে ৷
সন্ধ্যায় হাসপাতালে আসেন সুজিত বসু । আহতদের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন তিনি । এটিকে দুর্ভাগ্যজনক ঘটনা হিসেবে চিহ্নিত করেন ৷ সুবীরবাবুর পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে কি না, সেই প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, "আমরা আছি । পরবর্তী সময়ে ভাবা হবে ।"