পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Weather Forecast : বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, আজ ও কাল ভাসবে দক্ষিণবঙ্গ - Rainfall in Southern Bengal

নতুন একটি নিম্নচাপ ঘনীভূত হচ্ছে দক্ষিণ আন্দামান সাগরে ৷ তাই নভেম্বরের শুরুতে রাজ্যে শীত এলেও আগামী 2-3 দিন বর্ষার আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ৷ তবে উত্তরে তেমন কোনও প্রভাব পড়বে না বলে জানা গিয়েছে ৷

উধাও শীত, ফের বৃষ্টি দক্ষিণবঙ্গে (Weather Forecast)
উধাও শীত, ফের বৃষ্টি দক্ষিণবঙ্গে (Weather Forecast)

By

Published : Nov 14, 2021, 7:29 AM IST

কলকাতা, 14 নভেম্বর : উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকলেও দক্ষিণবঙ্গে উপকূলবর্তী অঞ্চলে তার বিপরীত পরিস্থিতি তৈরি হয়েছে ৷ রাজ্যের দক্ষিণে জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস । তাই আপাতত নিম্নচাপের জেরে দক্ষিণ থেকে শীত ক'দিন দূরেই ৷

রবিবার কলকাতা ও তৎসংলগ্ন অঞ্চল, বীরভূম, নদীয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ৷ এতে ধান চাষে ক্ষতির হতে পারে । বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিতে মানুষকে ঘরের ভিতর বা কোনও আচ্ছাদিত জায়গায় থাকার পরামর্শ দেওয়া হচ্ছে ।

দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হওয়া নিম্নচাপের জন্য তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশার উপকূলবর্তী অঞ্চলে আবহাওয়ার এই পরিবর্তন । স্বভাবত ক্রমাগত বৃষ্টিতে বাড়বে সমুদ্রের জলস্তর । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও বৃদ্ধি পেয়েছে ৷ গতকাল জগদ্ধাত্রী পুজোয় নবমীতে সারাদিন আকাশ মেঘলা থাকার পাশাপাশি বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হয়েছে ।

আরও পড়ুন : Black Panther : বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ফের দেখা মিলল ব্ল্যাক প্যান্থারের

আজ ও কাল সোমবার, দু'দিন বৃষ্টি চলবে । আগামী 3 দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আবহাওয়ায় বিশেষ কোনও পরিবর্তন হবে না বলে জানিয়েছে হাওয়া অফিস । মঙ্গলবার থেকে সামান্য বদল হবে ৷ তারপর থেকে 1-2 ডিগ্রি তাপমাত্রা কমে শীতের আমেজ ফিরতে পারে বলে আশ্বাস দিয়েছে আবহাওয়া অফিস ।

গতকাল কলকাতা ও তৎসংলগ্ন পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি কম ৷ আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি ৷ আগামী 24 ঘণ্টা আকাশ প্রধানত মেঘলা থাকবে ৷ বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টি হতে পারে ৷ দিনের সর্বোচ্চ তাপমাত্রায় তেমন কোনও পরিবর্তন হবে না ৷ সর্বনিম্ন তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে ৷ বাতাসের জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ 91 শতাংশ এবং সর্বনিম্ন 66 শতাংশ ৷ গতকালও আর্দ্রতা একই ছিল ৷

ABOUT THE AUTHOR

...view details