পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Aug 22, 2019, 8:50 AM IST

Updated : Aug 22, 2019, 9:31 AM IST

ETV Bharat / state

প্রাণঘাতী হামলার আশঙ্কা, বাসভবন বদল দিলীপ ঘোষের

বিদেশি এজেন্সির মাধ্যমে দিলীপ ঘোষের উপর হামলার ছক । এর জেরে গতরাতেই নতুন বাসভবনে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে ৷

ফাইল ফোটো

কলকাতা, 22 অগাস্ট : বিদেশি এজেন্সির মাধ্যমে দিলীপ ঘোষের উপর হামলার ছক । প্রাণনাশের হামলাও হতে পারে । এর জেরে গতরাতেই নতুন বাসভবনে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে ৷ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে এই হামলার খবর জানা গেছে ৷

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার একটি রিপোর্টে জানা যায়, এক বিদেশি এজেন্সির মাধ্যেমে দিলীপ ঘোষের উপর হামলার ছক কষা হয়েছে ৷ পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে
তড়িঘড়ি বাসভবন বদল করা হয় দিলীপ ঘোষের ৷ গতরাতেই নতুন বাসভবনে আসেন তিনি ৷ সল্টলেকের CL-209-র নতুন ঠিকানায় বাড়ানো হয়েছে নিরাপত্তা ৷ 24 জনের জায়গায় 32 জন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে ৷ কয়েকদিন আগে, BJP সাংসদকে Y+ ক্যাটাগরি থেকে Z ক্যাটাগরির নিরাপত্তা দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ।

দিলীপ ঘোষ প্রথমে বেলেঘাটায় থাকতেন । সেখান থেকে তাঁকে নিউটাউনে নিয়ে যাওয়া হয় । এরপর আবার বাসভবন বদল করে সল্টলেকের BL-36-র বাসভবনে থাকতেন । এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে ফের বদল হল বাড়ি । এই বিষয়ে দিলীপ ঘোষ বলেন, "কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জেলা সফরের ক্ষেত্রে বিশেষ সর্তকতা অবলম্বন করতে বলেছে । কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাও রিপোর্ট দিয়েছে । তাই বাসভবন বদল করতে হল ৷"

Last Updated : Aug 22, 2019, 9:31 AM IST

ABOUT THE AUTHOR

...view details