কলকাতা, 19 অগাস্ট : ভেঙে পড়ল ধর্মতলা মোড়ের LIC বিল্ডিংয়ের একাংশ । ঘটনায় আহত এক ব্যক্তি । আজ দুপুর 1টা নাগাদ ঘটনাটি ঘটে । বহুতলটিকে কলকাতা পৌরনিগম আগেই বিপজ্জনক বাড়ি হিসেবে চিহ্নিত করে । সেইমতো লাগানো হয় বোর্ডও । কিন্তু, আইনি কিছু জটিলতার জন্য বিপজ্জনক হওয়া সত্ত্বেও বাড়িটি ভাঙতে পারছে না কলকাতা পৌরনিগম ।
ধর্মতলা মোড়ে ভেঙে পড়ল LIC বিল্ডিংয়ের একাংশ - case
ভেঙে পড়ল ধর্মতলা মোড়ের LIC বিল্ডিংয়ের একাংশ । ঘটনায় আহত এক ব্যক্তি । আজ দুপুর 1 টা নাগাদ ঘটনাটি ঘটে ।
1 এ এস এন ব্যানার্জি রোডের এই বাড়িটি LIC-র সম্পত্তি । বহুদিন ধরে বাড়িটির বাসিন্দা 62 বছরের সুজিত মুখার্জি । বাড়িটির হাল হকিকত পরীক্ষা করে বাড়িটিকে বিপজ্জনক বাড়ি তকমা দেওয়ার পর কলকাতা পৌরনিগম বাড়িটি খালি করার নির্দেশ দেয় । সেই সূত্রে বাসিন্দা সুজিত মুখার্জির সঙ্গে LIC-র একটি মামলাও চলছে । সেকারণেই দু'বার নোটিশ দেওয়া সত্ত্বেও বাড়িটি ভাঙতে পারেনি কলকাতা পৌরনিগম । আজ সেই বাড়ির বিপজ্জনক অংশটি ভেঙে পরে । পায়ে গুরুতর আঘাত পান সুজিতবাবু । তাকে মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।
আজকের এই ঘটনার পর ওই ওয়ার্ডের কাউন্সিলর গোপালচন্দ্র সাহা বলেন, বাড়িটির বিপজ্জনক অংশটি শীঘ্রই ভেঙে দেওয়া হবে । পাশাপাশি বাড়িটিতে বসবাস আপাতত বন্ধ রাখা হবে ।