কলকাতা, 3 সেপ্টেম্বর : কলকাতায় এই প্রথম । উত্তর কলকাতার জগৎ মুখার্জি পার্কের মধ্যেই এক টুকরো গ্রন্থাগার । পার্কের এক নিরাপত্তা রক্ষী সত্যরঞ্জন দলুইয়ের উদ্যোগে তৈরি হয়েছে এই গ্রন্থাগার । শরীর চর্চার সঙ্গে চলছে জ্ঞান চর্চাও ।
উত্তরের বাগবাজার এলাকার জগৎ মুখার্জি পার্ক । পার্কের ভিতর সুন্দর বসার জায়গা রয়েছে । শিশুদের খেলার জন্য দোলনা-সহ নানা জিনিস রয়েছে ৷ পার্কটি নানা ধরণের সবুজ গাছে ভরা । এলাকার মানুষ এই পার্কে সকাল সন্ধ্যায় হাঁটতে আসেন । বিকেল গড়াতেই শিশুদের কলতানে মুখর হয়ে ওঠে পার্ক চত্ত্বর ৷ এলাকার বাসিন্দারা এই পার্কে বসে সময় কাটান । অফিস ফেরত মানুষজনও সারাদিনের পরিশ্রমের পর একটু অক্সিজেনের খোঁজে আসেন ৷ পার্কে আসা এই মানুষগুলিকে রোজই দেখতেন নিরাপত্তারক্ষী সত্যরঞ্জন দলুই ৷ দেখতেন একটা কাগজ নিয়ে সবাই ছোটদের মতো কেমন কাড়াকাড়ি করে ৷ প্রথম দিকে কয়েকটি বাংলা কাগজ, ও হিন্দি কাগজ রাখতেন ৷ কিছু বইও রেখেছিলেন ৷ কিন্তু তাতে খিদে বাড়ল বই কমল না ৷ পার্কে আসা লোকজনের উৎসাহ ও সাহায্য দুটোই পেলেন সত্যবাবু ৷ আর তাতেই পার্কের মধ্যে গড়ে ফেললেন একটা ছোটখাটো গ্রন্থাগার ৷
এই গ্রন্থাগারে 1 হাজারের বেশি বই আছে । রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মতো বাংলার মনীষীদের বই রাখা হয়েছে । স্থানীয়রা অনেকেই বাড়ির বই এখানে দান করেছেন । কেউ বই দিতে চাইলে তাঁর বাড়ি পৌচ্ছে যান সত্যরঞ্জন দলুই । গ্রন্থাগারটির রক্ষণাবেক্ষণের জন্য নিজের গ্যাঁটের কড়ি খরচা করতেও পিছপা হন না ৷ পার্কের নিরাপত্তারক্ষী হিসেবে মাসে যে মাইনে পান তার একটা অংশও খরচ করেন এই গ্রন্থাগারের জন্য ।
আরও পড়ুন : Climate Change : জলবায়ুর পরিবর্তন নিয়ে বই লিখে হইচই ফেলে দিল 10 বছরের শিরিষ