কলকাতা, 16 ফেব্রুয়ারি:রাজাবাজার ঘিঞ্জি বস্তি এলাকায় শিশুদের কাছে পৌঁছে যাবে চলন্ত পাঠাগার। তাতে সিলেবাসের বই ছাড়া থাকবে হরেক রকম কবিতা, গল্পের বইয়ের সম্ভার। শুধু বই পড়ার সঙ্গেই বাড়তি পাওনা হিসেবে শিশুরা শুনতে পারবে দিদিদের মুখে গল্প। আপাতত সপ্তাহে তিন দিন মিলবে এই পাঠাগারের সুবিধা। মঙ্গল ও বৃহস্পতি এবং শনিবার বিকেলে আসবে এই গাড়ি। তিন চাকার ভ্যানে প্লাইয়ের তাক করে সাজানো বইপত্র। বস্তিবাসী শিশুদের বইয়ের প্রতি আকর্ষণ বাড়ানোর লক্ষ্যেই একটি স্বেচ্ছাসেবী সংস্থার এমন প্রয়াস (Library at Door with Books for Children)।
স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার সাহিনা জাবেদ জানান, কলকাতার প্রথম মোবাইল লাইব্রেরির প্রতিষ্ঠাতা কালিদাসবাবুর চিন্তা-ভাবনা থেকেই। প্রত্যক্ষভাবে কালিদাসবাবুর সাহায্য পেয়েছেন তিনি। স্কুলের পড়ানো হয় তেমন বই নেই। পুঁথিগত বিদ্যা ছাড়াও সাধারণ জ্ঞান, মজার গল্প, ভূতের গল্পের বই থাকছে। থাকছে রবীন্দ্রনাথের 'জুতো আবিষ্কার' থেকে শুরু করে বাংলার আরও নানা বইয়ের সম্ভার। এছাড়াও রয়েছে হিন্দি ইংরেজি ভাষার নানা ধরনের বই। এই মোবাইল লাইব্রেরিতে আপাতত কমবেশি 500টি বই থাকছে। আগামিদিনে এই সংখ্যা আরও বাড়বে।