কলকাতা, 21 জুলাই:ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখোপাধ্যায় বিভিন্ন নথি বা চিঠি গুছিয়ে রাখার ব্যাপারে যথেষ্ট যত্নশীল ছিলেন । তিনি রোজ রাতে নিয়ম মেনে ডায়েরিও লিখতেন । যাঁরা তাঁকে খুব কাছ থেকে দেখেছেন বা জানতেন তাঁরা এই বিষয় সম্পর্কে ওয়াকিবহাল । কিন্তু, শুক্রবার অর্থাৎ 21 জুলাই এর সন্ধ্যায় প্রণব মুখোপাধ্যায়ের কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায় যে নথি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন, সেটির বিষয় সম্পর্কে অনেকেই জানেন না ।
আজ থেকে প্রায় 38 বছর আগে তৎকালীন কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি নথি প্রণব মুখোপাধ্যায়ের ফাইল থেকে বের করেছেন শর্মিষ্ঠা । এদিন তা সামাজিক মাধ্যমে শেয়ার করে শর্মিষ্ঠা মুখোপাধ্যায় লেখেন, "বাবার কাগজপত্রে, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাক্ষরিত 14-8-85 তারিখের একটি আকর্ষণীয় পুরানো নথি পাওয়া গিয়েছে । যাতে বলা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রদেশ কংগ্রেস কমিটির তরফে উত্তর কলকাতা জেলা কমিটির পুনর্গঠনের জন্য পরিদর্শক হিসেবে নিযুক্ত করা হয়েছে ৷" চিঠির বয়ানে স্পষ্ট, তাঁর দায়িত্ব পালনে সকলের সাহায্য ও পরামর্শ চেয়েছিলেনন মমতা ৷