কলকাতা, 22 ফেব্রুয়ারি: ফের ধর্মঘটের সংস্কৃতি ফেরাতে চাইছে কিছু বামপন্থীরা। ফের ষড়যন্ত্র করছে তারা। মানুষ এদের জবাব দেবে বলে হুঁশিয়ারি দিলেন রাজ্যের মন্ত্রী ও মেয়র ফিরহাদ হাকিম (Mayor Firhad Hakim)। মেয়রের পালটা বাম পৌরকর্মী সংগঠন জানাল, তাঁর হুমকি কে শোনে ! কলকাতা পৌরনিগমের (Kolkata Municipal Corporation) যৌথ মঞ্চ 9 মার্চ ধর্মঘটে শামিল হবে ।
ডিএ নিয়ে আন্দোলন ও কর্মবিরতি:বকেয়া ডিএ মেটানোর দাবিতে সম্প্রতি সরকারি কর্মচারীদের আন্দোলন তুঙ্গে উঠেছে । যৌথ সংগ্রামী মঞ্চের নেতৃত্বে কর্মবিরতি হয়েছে ইতিমধ্যেই । সরকারের তরফে সরকারি কর্মীদের হুঁশিয়ারি দেওয়া হয়েছে । আর তার মধ্যেই আন্দোলন আরও জোরদার করেছে রাজ্য কো-অর্ডিনেশন কমিটি। কর্মচারীদের দুই মঞ্চের যৌথ আহ্বানে এবার 9 মার্চ ধর্মঘটের পথে সরকারি কর্মীরা । আর কর্মবিরতির মতই ধর্মঘটের বিরুদ্ধে কড়া মনোভাব সরকারের। তবে সেই চোখ রাঙানি আর কর্মীরা মানবে না বলে তাদের আন্দোলনের জোর বৃদ্ধির মধ্য দিয়ে বুঝিয়ে দিচ্ছে । এমনটাই মনে করছে রাজনৈতিক মহল ৷
মেয়রের হুঁশিয়ারি:এদিন ধর্মঘট প্রসঙ্গে মেয়র ফিরহাদ হাকিম বলেন, "বামপন্থীরা প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছে ৷ কিছু বামপন্থী সংগঠন আছে যারা আবার সেই সংস্কৃতি ফিরিয়ে আনার চেষ্টা করছে । বামপন্থীরা আবার বড় ষড়যন্ত্র করছে। যখন মুখ্যমন্ত্রী রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে । এরা তখন এই সব ষড়যন্ত্র করছে। এখানে ছেলেমেয়েরা বেকার হয় থাকবে, আর ওদের ধর্মঘটের ধাক্কায় আইটি কোম্পানিরা বেঙ্গালুরু ও হায়দরাবাদ চলে যাবে, সেটা হবে না।"