পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

NRC-র বিরোধিতায় এক সুর বাম-তৃণমূলের গলায়

NRC-র বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে লড়বে রাজ্যের শাসক-বিরোধীরা । শুক্রবার NRC-র বিরোধিতায় একসঙ্গে বিধানসভায় প্রস্তাব আনছে বাম-কংগ্রেস-তৃণমূল ৷ শুক্রবার এই প্রস্তাবের উপর 2 ঘণ্টা আলোচনা হবে ৷

বিধানসভা

By

Published : Sep 4, 2019, 5:45 PM IST

কলকাতা, 4 সেপ্টেম্বর: তৃণমূলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এ রাজ্যে নাগরিকপঞ্জির বিরোধীতায় আওয়াজ তুলতে চলেছে বাম ও কংগ্রেস শিবির । আগামী শুক্রবার বিধানসভায় একযোগে প্রস্তাব এনে NRC-র বিরুদ্ধে সরব হবে তৃণমূল-বাম ও কংগ্রেস বিধায়করা । ইতিমধ্যেই NRC নিয়ে পথে নেমে প্রতিবাদ কর্মসূচির কথা ঘোষণা করেছে তৃণমূল । আগামী 7 ও 8 সেপ্টেম্বর জেলায় জেলায় এবং 12 সেপ্টেম্বর কলকাতায় বৃহত্তর প্রতিবাদ মিছিল করবে তৃণমূল কংগ্রেস ৷ এই মিছিলে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়ও।

শুক্রবার বিধানসভা অধিবেশনে NRC-র বিরুদ্ধে আলোচনা প্রস্তাব আনবে বাম, কংগ্রেস এবং তৃণমূল । NRC নিয়ে বিধানসভায় আলোচনা চলবে 2 ঘন্টা । তবে আলোচনা হবে BJP বিধায়কদের বাদ দিয়েই ৷

প্রসঙ্গত, সম্প্রতি অসমে নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে । নাগরিকপঞ্জি থেকে বাদ পড়েছে প্রায় 19 লাখ মানুষের নাম । যা নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

ABOUT THE AUTHOR

...view details