কলকাতা, 21 ফেব্রুয়ারি : প্রথমবার নির্বাচন লড়ার পর যাদবপুর ক্যাম্পাসে অখিল ভারতীয় বিদ্য়ার্থী পরিষদের (ABVP) উত্থান নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে । এই নিয়ে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বাম সংগঠনগুলিকে কটাক্ষ করে বলেন, যারা নিজেদের বামপন্থী বলে পরিচয় দেয় তারা ভাবুক ক্যাম্পাসে ABVP কীভাবে ঢুকল । পাশাপাশি তিনি একথাও বলেন, ABVP কয়েকটি আসন জেতাকে গুরুত্ব দেওয়ারও কিছু নেই ।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ বরাবরই বামপন্থী ছাত্র-ছাত্রীদের দখলে রয়েছে । এই প্রথমবার ABVP তাদের প্রার্থী দাঁড় করায় নির্বাচনে । তাই নির্বাচনের ফল প্রকাশের আগে এক চাপানউতোর ছিল ক্যাম্পাসে । ABVP-র দখলে কি আদৌ আসন থাকবে সেই নিয়ে সংশয় ছিল । কিন্তু ফল সামনে আসার পর দেখা যায় ইঞ্জিনিয়ারিং বিভাগে অতি বামপন্থী সংগঠন DSF-র পরের স্থানেই রয়েছে ABVP । তাই 42তম ছাত্রসংসদ DSF গড়লেও ABVP-ও যে যাদবপুর ক্যাম্পাসে ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে তা স্পষ্ট । এরপর প্রকাশ্যে আসে কলা বিভাগের ফল । কলা বিভাগের ছাত্র সংসদ আবার SFI-র । কিন্তু দুটি আসন জেতে ABVP-ও । এই প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, দুটোই আসন জিতেছে এই নিয়ে এত লাফানোর কিছু নেই ।