কলকাতা, 17 অক্টোবর: বিজেপি-তৃণমূলের 'বিভেদের রাজনীতি' বিরুদ্ধে ঐক্য ও সম্প্রীতির মিছিল বামফ্রন্টের (Left Rally) । রবিবার জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সামনে থেকে নাখোদা মসজিদ পর্যন্ত এই মিছিল হয় । মিছিলের নেতৃত্বে ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম । তাঁর অভিযোগ, "মূল সমস্যা থেকে নজর ঘোরাতেই জাতপাত ও ধর্মের ভিত্তিতে মানুষের মধ্যে পরিকল্পনা মাফিক বিভেদ সৃষ্টি করা হচ্ছে । সেই বিভেদের রাজনীতির বিরুদ্ধে রাখিবন্ধন উৎসবের (Raksha Bandhan) মাধ্যমে আমাদের ঐক্য মিছিল ।"
এ দিনের মিছিল শেষে নাখোদা মসজিদ পাশে বক্তব্য রাখেন সেলিম । সেই বক্তব্য এর শুরু থেকে শেষ পর্যন্ত তৃণমূল বিজেপির বিরুদ্ধে ভেদভেদের রাজনীতির অভিযোগ তোলেন তিনি । মোমিনপুর কাণ্ড প্রসঙ্গেও বলেন মহম্মদ সেলিম ৷
ফের শহরের রাজপথে নামল বামেরা তিনি এদিন বলেন, "কোনও ধর্মের ঝাণ্ডা বা পতাকা বড় নয় । প্রতিটি ধর্ম মানুষের মধ্যে ঐক্য বজায় রাখার কথা বলেছে । কিন্তু, ধর্মের ধ্বজাধারী নেতা, মন্ত্রী, মেয়র মানুষের মধ্যে বিভেদ জড়িয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি করতে চায় । মোমিনপুরের যে জায়গায় অশান্তি হয়, সেখানে সাধারণ ব্যবসায়ী, অসংগঠিত শ্রমিকরা থাকেন । তাঁদের মধ্যে বিভেদ করিয়ে দিতে পারলেই তাঁরা এলাকাছাড়া হবেন । পরে সেই জায়গায় সিন্ডিকেটরাজ চালু হবে । তৈরী হবে বড় বড় কমপ্লেক্স । যা থেকে মুনাফা লুঠবেন নেতামন্ত্রীরা । তাই আমাদের সর্বদা খেয়াল থাকতে হবে । নিজেদের মধ্যে ভাইচারা বজায় রাখতে হবে । কোনওভাবেই ভুল বার্তায় পা বাড়ালে হবে না ।"
রাখিবন্ধন উৎসব পালন করা হল আরও পড়ুন:ইয়েচুরির হাত ধরে অনলাইনে বাংলায় 'মার্কসবাদী পথ'
সেলিম আরও বলেন, "ঐক্য বজায় রাখতেই তো 1905 সালের 16 অক্টোবর রবীন্দ্রনাথ ঠাকুর জোড়াসাঁকো থেকে নাখোদা মসজিদ পর্যন্ত হেঁটে ছিলেন । বঙ্গভঙ্গের বিরুদ্ধে বাংলার মানুষের কাছে ঐক্য বার্তা দিতে তিনি সম্প্রীতির রাখিবন্ধন পালন করেন । আর আজ স্বাধীনতার 75 বছর পর দিদি ও মোদির সরকার নিজেদের দুর্নীতি, চুরি ঢাকতে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করছে । যার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দিচ্ছি ।"