কলকাতা, 21 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইন,2019 ও নাগরিকপঞ্জির প্রতিবাদে উত্তাল কলকাতা পৌরনিগমের অধিবেশন৷ বিলের বিরোধিতা করে প্রতিবাদ দেখান বিরোধী কাউন্সিলররা । অধিবেশনের শুরুতেই অধিবেশন কক্ষের ভেতরে হাতে ব্যানার নিয়ে প্রতিবাদ জানাতে দেখা যায় বাম কাউন্সিলরদের । যদিও পৌরনিগমের চেয়ারপারসন মালা রায় বাম কাউন্সিলরদের উদ্দেশ্যে বলেন, "পৌরসভার অধিবেশন কক্ষ বিরোধিতা করার জায়গা নয় ।" এর পরেই ওয়াকআউট করেন বাম কাউন্সিলররা ।
CAA নিয়ে উত্তাল কলকাতা পৌরনিগমের অধিবেশন - নাগরিকত্ব (সংশোধনী) আইন
কলকাতা পৌরনিগমের অধিবেশনে নাগরিকত্ব (সংশোধনী) আইন,2019 ও নাগরিকপঞ্জির বিরোধিতায় সবর বামেরা ৷ পৌরসভার অধিবেশনে বিরোধিত না করে রাস্তায় নেমে বিরোধিতা করা উচিত বিরোধিদের বললেন ফিরহাদ হাকিম ৷
বিরোধী কাউন্সিলর রত্না রায় মজুমদার জানান, নাগরিকত্ব (সংশোধনী) আইন ও নাগরিকপঞ্জি এখন সবচেয়ে জরুরি বিষয় । এই আইন সাধারণ মানুষের দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে । তাহলে এই বিষয় নিয়ে কেন পৌরনিগমের অধিবেশনে আলোচনা করা যাবে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি । তিনি বলেন, "আইনটি বলবৎ হলে এখানকার সাধারণ মানুষও সমস্যায় পড়বেন । ভুক্তভোগী হবেন কলকাতার নাগরিকরাও ৷ তাহলে এই বিষয় নিয়ে অবশ্যই পৌর অধিবেশনে আলোচনার প্রয়োজন রয়েছে ।"
অন্যদিকে, পৌরনিগমের অধিবেশনের শেষে পৌরনিগমের BJP-র ঘরের সামনে CAA প্রতিলিপি পুড়িয়ে প্রতিবাদ জানান কংগ্রেস কাউন্সিলর প্রকাশ উপাধ্যায় । যদিও মেয়র ফিরহাদ হাকিম এ বিষয়ে বলেন, "তৃণমূল প্রথম থেকেই CAA ও NRC-র প্রতিবাদ জানিয়ে আসছে । নাগরিকত্ব বিলের প্রতিবাদে প্রতিদিন মিছিল করছেন তৃণমূলে নেতা মন্ত্রীরা । তাই পৌরনিগমের অধিবেশনে বিরোধিতা না করে রাস্তায় নেমে বিরোধিতা করা উচিত বিরোধীদের ।"