কলকাতা, 13 মে: কর্ণাটকে বিধানসভা নির্বাচনে বিজেপির ভরাডুবি হয়েছে । একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গড়তে চলেছে জাতীয় কংগ্রেস । আর দক্ষিণের এই রাজ্যে কংগ্রেসের এই জয়ে স্বাভাবিকভাবেই খুশি বিজেপি বিরোধী সিপিএম ৷ কংগ্রেসের পাশে থাকার আশ্বাস দিয়েছে অন্যান্য বাম দলগুলিও ৷
বিজেপি বিরোধী জোটকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানিয়েছে বামেরা । একইসঙ্গে তাদের বক্তব্য, 'মোদি মিথ' ভেঙে চুরমার হয়েছে ৷ বিজেপি যে অপরাজেয় নয় তা প্রমাণ করল কর্ণাটক । উগ্র সাম্প্রদায়িক প্রচারকে প্রত্যাখ্যান করেছে কর্ণাটকের মানুষ । ধর্মনিরপেক্ষতা ও গণতন্ত্রকে সুরক্ষিত রাখতে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের জন্য ঐক্য গড়ে তুলতে হবে ।
শনিবার সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেছেন,"প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে বিজেপির ঘৃণ্য সাম্প্রদায়িক প্রচারাভিযানকে জোরালোভাবে প্রত্যাখ্যান করার জন্য কর্ণাটকের জনগণকে আন্তরিক অভিনন্দন । কর্ণাটকের ভোটারদের স্যালুট যারা এই বিধানসভা নির্বাচনে বিজেপিকে পরাজিত করেছে ।"
অন্যদিকে সিপিআইের সাধারণ সম্পাদক ডি রাজা বলেছেন,"কর্ণাটকের মানুষ এই জনাদেশের মাধ্যমে ঘৃণা ও বিভাজনের রাজনীতি প্রত্যাখ্যান করেছেন । মোদি-শাহের প্রচারণা মূল বিষয়গুলিকে উপেক্ষা করেছিল এবং মেরুকরণের দিকে মনোনিবেশ করেছিল । যে নকশা পরাজিত হয়েছে । সিপিআই 215 টি আসনে কংগ্রেসকে সমর্থন করেছিল এবং ধর্মনিরপেক্ষতা ও গণতন্ত্রকে সমুন্নত রাখতে অবদান রেখেছিল ।" ডি রাজার কথায়, মোদির অপরাজেয়তার মায়া ভেঙে গিয়েছে । আরএসএস-বিজেপির তৈরি বিভেদ অবশ্যই অন্যমতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে দূর করতে হবে । 2024 সালে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের জন্য ঐক্য গড়ে তুলতে হবে ৷
আরও পড়ুন: 21-এ বাংলায় খুঁটিপুজো 24 এ বিজেপির বিসর্জন, কটাক্ষ অভিষেকের
সিপিএম কেন্দ্রীয় কমিটির তরফে মুরলীধরন জানিয়েছেন, কর্ণাটকের জনগণ বিধানসভা নির্বাচনে বিজেপিকে চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করেছে । এই পরাজয় বিজেপি সরকারের চরম দুঃশাসন ও দুর্নীতির ফল । এই রায়টিও দেখায় যে জনগণ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে নির্বাচনী প্রচারের সময় পরিচালিত উগ্র সাম্প্রদায়িক প্রচারকে প্রত্যাখ্যান করেছে ।