কলকাতা, 21 জুন: করোনাকালে পরিযায়ী শ্রমিকদের বেহাল দশার ছবি দেখেছিল দেশ। উদ্বেলিত হওয়ার সেসব ছবি আজও সামাজিক মাধ্যমে ফেরে বারে বারে। এবার সেই পরিযায়ী শ্রমিকরায় 2023 নির্বাচনে বামেদের ইস্তেহারে বিশেষ ভাবে গুরুত্ব পেল। বুধবার রাজ্য সরকারের সামগ্রিক জনস্বার্থ বিরোধী নীতির বিরুদ্ধে সোচ্চার হতে, বাংলার গ্রামের নির্বাচিত সরকার গড়ে তুলতে বামফ্রন্ট প্রার্থীদের ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান বামফ্রন্ট চেয়্যারম্যান বিমান বসু। একই সঙ্গে পরিযায়ী শ্রমিকদের নিয়ে বামেদের ভবিষ্যত পরিকল্পনা ও ভোট প্রতিশ্রুতির জানান। যা আজ থেকেই জেলায় জেলায় ভোটের প্রচারে তুলে ধরা হবে।
এদিন বিমান বসু বলেন, "পরিযায়ী শ্রমিকরা দ্বিমুখী (দালাল ও মালিক) শোষণের শিকার। নিরাপত্তাহীন অবস্থায় কাজ করতে হয়। নিয়মিত মজুরি পাচ্ছেন না। আগামিদিনে সমস্ত পরিযায়ী শ্রমিকদের বিস্তারিত তথ্য সংগ্রহ করে বীমার ব্যবস্থা করা হবে। কর্মস্থলে যে কোনও সমস্যায় পঞ্চায়েত পাশে থাকবে। যারা ফিরে আসছেন, তাঁদের বিকল্প কাজের ব্যবস্থা করা হবে। পরিযায়ী শ্রমিকদের জন্য একটি পোর্টাল চালু করা হবে।" রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার একাধিক প্রকল্প চালু করে বাংলার মানুষের মন জয় করেছেন বলে বারে বারে তৃণমূলের তরফে দাবি করা হয়।