পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Sudipto Gupta Death Anniversary: দশম মৃত্যুবার্ষিকীতে সুদীপ্ত স্মরণে শপথ সমাবেশ বাম ছাত্র সংগঠনগুলোর - সুদীপ্ত স্মরণে শপথ সমাবেশ

2013 সালের 2 এপ্রিল মৃত্যু হয় বাম ছাত্রনেতা সুদীপ্ত গুপ্ত'র। আগামিকাল রবিবার তাঁর মৃত্যুর দশ বছরে সুদীপ্ত স্মরণে শপথ সমাবেশ চার বাম ছাত্র সংগঠনের ৷

Sudipto Gupta Death Anniversary
সুদীপ্ত স্মরণে শপথ সমাবেশ চার বাম ছাত্র সংগঠনের

By

Published : Apr 1, 2023, 3:14 PM IST

কলকাতা, 1 এপ্রিল:ঠিক দশ বছর আগে 2 এপ্রিল মৃত্যু হয়েছিল বাম ছাত্রনেতা সুদীপ্ত গুপ্তর। বামেদের অভিযোগ ছিল, পুলিশের মারে সুদীপ্তর মৃত্যু হয়েছে। কিন্তু পরবর্তীতে পুলিশের রিপোর্টে দুর্ঘটনার তথ্যকেই মান্যতা দেওয়া হয়। যা আজও মানতে নারাজ রাজ্যের বামপন্থীরা। আগামিকাল রবিবার সেই সুদীপ্ত গুপ্তর মৃত্যুর 10 বছরপূর্তি। তাঁকে স্মরণ করে শপথ নিয়ে নতুন করে কর্মসূচি নিতে চলেছে রাজ্যের বামপন্থী ছাত্র সংগঠনগুলি। এসএফআই, এআইএসএফ, এআইএসবি, পিএসইউ রাজ্য কমিটি তথা পরিষদের ডাকে আগামিকাল বেলা 12টায় দীনেশ মজুমদার ভবনের সামনে সমাবেশের আয়োজন করা হয়েছে।

ওই সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন প্রাক্তন ছাত্রনেতা তথা সিপিএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির বর্তমান সম্পাদক মহম্মদ সেলিম, পলিট ব্যুরো সদস্য সুজন চক্রবর্তী প্রমুখ। এসএফআই রাজ্য কমিটির এক সদস্যের কথায়, ফিরে দেখা 10 বছর আগের লড়াইয়ের দিনকাল। ফিরে দেখা সুদীপ্ত গুপ্তকে। কোনও ফিরে দেখাই ফিরে দেখা হয় না, যদি না-ভবিষ্যতের বীজ বোনা থাকে সেখানে। দেখা হোক ভবিষ্যতের লড়াইতে। দেখা হোক 2 এপ্রিল। ওইদিন রাজ্যে ভেঙে পড়া শিক্ষা ব্যবস্থা মেরামতির দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হবে।"

আরও পড়ুন:'চোরেদের সভার জন্য বাম মিছিলের রুট বদল', তৃণমূলকে কটাক্ষ সেলিমের

এদিকে 2022-23 শিক্ষাবর্ষে পশ্চিমবঙ্গে এসএফআইয়ের সদস্যপদ বাড়ল প্রায় এক লক্ষ। 2011 সালের পর প্রথমবার এরাজ্যে 8 লক্ষ সদস্যপদের গণ্ডি টপকাল এসএফআই। এসএফআই রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য বলেন, "ভারতের ছাত্র ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি 2022-23 শিক্ষাবর্ষে 8 লক্ষ 39 হাজার 185 জন সদস্য সংগ্রহ করেছে। 2021-22 শিক্ষাবর্ষে আমাদের সংগৃহীত সদস্যসংখ্যা ছিল 7 লক্ষ 44 হাজার 306। বিগত শিক্ষাবর্ষের তুলনায় এই বছর 94 হাজার 879 জন সদস্য বৃদ্ধি পেয়েছে আমাদের রাজ্যে। আমরা আত্মবিশ্বাসী, এই কঠিন সময়ে ছাত্রসমাজ বামপথেই ভবিষ্যতে ভালো থাকার রাস্তা খুঁজতে চাইছে। সংগঠনের সর্বস্তরের কর্মীদের অভিনন্দন জানাচ্ছি আমরা। সমগ্র ছাত্রসমাজকে লুটেরা, দাঙ্গাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করার লড়াই জারি থাকবে।"

ABOUT THE AUTHOR

...view details