কলকাতা, 1 এপ্রিল:ঠিক দশ বছর আগে 2 এপ্রিল মৃত্যু হয়েছিল বাম ছাত্রনেতা সুদীপ্ত গুপ্তর। বামেদের অভিযোগ ছিল, পুলিশের মারে সুদীপ্তর মৃত্যু হয়েছে। কিন্তু পরবর্তীতে পুলিশের রিপোর্টে দুর্ঘটনার তথ্যকেই মান্যতা দেওয়া হয়। যা আজও মানতে নারাজ রাজ্যের বামপন্থীরা। আগামিকাল রবিবার সেই সুদীপ্ত গুপ্তর মৃত্যুর 10 বছরপূর্তি। তাঁকে স্মরণ করে শপথ নিয়ে নতুন করে কর্মসূচি নিতে চলেছে রাজ্যের বামপন্থী ছাত্র সংগঠনগুলি। এসএফআই, এআইএসএফ, এআইএসবি, পিএসইউ রাজ্য কমিটি তথা পরিষদের ডাকে আগামিকাল বেলা 12টায় দীনেশ মজুমদার ভবনের সামনে সমাবেশের আয়োজন করা হয়েছে।
ওই সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন প্রাক্তন ছাত্রনেতা তথা সিপিএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির বর্তমান সম্পাদক মহম্মদ সেলিম, পলিট ব্যুরো সদস্য সুজন চক্রবর্তী প্রমুখ। এসএফআই রাজ্য কমিটির এক সদস্যের কথায়, ফিরে দেখা 10 বছর আগের লড়াইয়ের দিনকাল। ফিরে দেখা সুদীপ্ত গুপ্তকে। কোনও ফিরে দেখাই ফিরে দেখা হয় না, যদি না-ভবিষ্যতের বীজ বোনা থাকে সেখানে। দেখা হোক ভবিষ্যতের লড়াইতে। দেখা হোক 2 এপ্রিল। ওইদিন রাজ্যে ভেঙে পড়া শিক্ষা ব্যবস্থা মেরামতির দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হবে।"