কলকাতা, 8 এপ্রিল:সাম্প্রদায়িকতা ও বিভাজনের রাজনীতির বিরুদ্ধে সম্প্রীতির মিছিল করল বামফ্রন্ট ৷ শনিবার কলকাতার পার্ক সার্কাস থেকে মল্লিক বাজার, মৌলালি, পদ্মপুকুর হয়ে ধর্মতলায় লেনিন মূর্তির পাদদেশ পর্যন্ত মিছিল করে কলকাতা জেলা বামফ্রন্ট ৷ সংগঠনের চেয়ারম্যান কল্লোল মজুমদার, রাজ্যের প্রাক্তন মন্ত্রী রবীন দেব-সহ একাধিক বাম নেতা এদিনের এই সম্প্রীতির মিছিলে পা মেলান ৷ তাঁদের বক্তব্য, মানুষের জীবন, জীবিকার উন্নতি সাধনে কেন্দ্রের বিজেপি সরকার এবং রাজ্যের তৃণমূল সরকার কোনও কাজ করছে না ৷ উলটে মানুষ যখনই রুজিরুটি নিয়ে প্রশ্ন তুলছে, তখনই ধর্মীয় উস্কানি দিয়ে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা হচ্ছে ৷ মূল সমস্যাগুলি থেকে সকলের নজর ঘুরিয়ে দেওয়া হচ্ছে ৷ এই ধর্মীয় হানাহানির বিরুদ্ধে ঐক্যের বার্তা দিতেই এদিনের এই কর্মসূচি বলে জানিয়েছেন মিছিলের উদ্যোক্তারা ৷ তাঁরা বলছেন, বামেরা বরাবরই এই কাজ করে এসেছেন ৷ ভবিষ্যতেও করবেন ৷
সম্প্রতি বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ঘিরে রাজ্য়ের নানা প্রান্তে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে ৷ এর জন্য রাজনৈতিক উস্কানির পাশাপাশি প্রশাসনিক গাফিলতিকেও দায়ী করছেন বামেরা ৷ তাঁদের প্রশ্ন, কেন ধর্মীয় উৎসবকে রাজনৈতিক কারণে ব্যবহার করা হবে ? অনুপ্রবেশ কেন ঘটবে ধর্মীয় উৎসবে ? রামনবমীকে কেন্দ্র করে হাওড়া, হুগলিতে যে অশান্তি ছড়াতে পারে, তার আগাম খবর পেয়েও কেন ব্যবস্থা নিতে পারল না প্রশাসন ? এই ঘটনাকে সরকার পক্ষের 'ইচ্ছাকৃত গাফিলতি' বলে তোপ দেগেছেন বাম নেতাকর্মীরা ৷