কলকাতা, 27 জুলাই: আসছে লোকসভা নির্বাচন ৷ তার আগে বিকল্প পঞ্চায়েত গড়ে তুলতে চায় বামেরা ৷ ইটিভি ভারতের প্রতিনিধিকে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এমনটাই জানিয়েছেন ৷ তাঁর অভিযোগ, রাজ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইটে পঞ্চায়েত নির্বাচন সম্পর্কিত কোনও তথ্যই পাওয়া যাচ্ছে না ৷ তাই গ্রামবাসীকে সঙ্গে নিয়ে গ্রামের রসদকে কাজে লাগিয়ে প্রাকৃতিক সম্পদ, শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো বাঁচানোর লড়াইয়ে সামিল হচ্ছে সিপিএম ৷ বিকল্প পঞ্চায়েত গড়ে তোলার পরিকল্পনা করছে বামেরা ৷ সেলিম সাফ বলেন, "আগেই বলেছিলাম, যাঁরা ঘুম কেড়েছে তাঁদের ঘুমোতে দেব না ৷ রাতের ঘুম আগেই কেড়ে নিয়েছি ৷ এবার দিনের ঘুম কেড়ে নেওয়ার সময় ৷"
এই কর্মসূচির জন্য বিডিওর দেওয়া সংশাপত্রের দরকার নেই ৷ সিপিএমের রাজ্য কমিটির বৈঠকে এমন তথ্য উঠে এসেছে ৷ প্রবীণ বামনেতা মহম্মদ সেলিম জেলা নেতাদের স্পষ্ট জানিয়েছেন, পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে প্রাণের ঝুঁকি নিয়ে প্রার্থী হয়েছিলেন অনেকে ৷ ভোট লুঠ, সন্ত্রাস রুখতে গিয়ে প্রাণ হারিয়েছেন বহু মানুষ ৷ এখনও অনেকে নিয়মিত নির্যাতনের শিকার হচ্ছেন ৷ প্রতিটি মানুষের কাছে পৌঁছতে এই উদ্যোগ ৷
আরও পড়ুন: বিজেপির সঙ্গে তৃণমূলের 'প্রেমে'র সম্পর্ক আজও ভাঙেনি, কটাক্ষ সেলিমের