পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

KMC Election 2021 : জমি পুনরুদ্ধারে পৌরযুদ্ধে রেড ভলান্টিয়ার্সরাই তুরুপের তাস বামেদের

এবার পৌরযুদ্ধে সবার আগে প্রার্থী তালিকা প্রকাশ করেছে বামফ্রন্ট ৷ নেতৃত্বের দাবি সবচেয়ে বেশি মহিলা প্রার্থী, তরুণ মুখ তারা দিয়েছে ৷ বিশেষত পৌরভোটে মাঠে নামছে রেড ভলান্টিয়ার্সরা (Left Front nominates Red Volunteers as KMC Election 2021 candidate) ৷

Left Front nominates Red Volunteers
বামফ্রন্ট প্রার্থী এবার রেড ভলেন্টিয়ার্স

By

Published : Dec 14, 2021, 3:03 PM IST

Updated : Dec 14, 2021, 4:38 PM IST

কলকাতা, 14 নভেম্বর :শহরের স্টিয়ারিংটা বাম দিকে ঘুরিয়ে দিন । আসন্ন কলকাতা পৌরসভা নির্বাচনে লাগাম নিজেদের হাতে ফেরাতে এভাবেই আবেদন জানাচ্ছে বামফ্রন্ট । এবার তাদের বড় ভরসা দলের একঝাঁক নবীন মুখ । কলকাতা পৌরভোটে কম বয়সী, তাজা স্বপ্ন নিয়ে কলকাতা শহরের ছোট লালবাড়ির দৌড়ে সিপিএম-এর রেড ভলান্টিয়ার্সরা (Left Front nominates Red Volunteers as KMC Election 2021 candidate) ।

প্রবীণ বাম নেতা সুজন চক্রবর্তী জানালেন, পৌরসভা নির্বাচনে সবার আগে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বামফ্রন্ট । 127টি ওয়ার্ডে বামফ্রন্ট মনোনীত প্রার্থীরা লড়বেন । বাকি 17টি তৃণমূল কংগ্রেস এবং বিজেপি বিরোধী শক্তির জন্য ছাড়া হয়েছে । প্রার্থী তালিকায় মহিলা প্রার্থীর সংখ্যায় বামপন্থীরা বাকিদের টেক্কা দিয়েছে । সবচেয়ে বেশি নতুন মুখকে পৌরযুদ্ধে এগিয়ে দেওয়ার ক্ষেত্রেও অন্যদের থেকে এগিয়ে বলে দাবি কেন্দ্রীয় কমিটির সদস্যের । সুজন বলেন, "আরে এদের দিকে আঙুল তুলে কেউ বলতে পারবে না চালচুরির অভিযোগ রয়েছে । সবচেয়ে বেশি মহিলা প্রার্থী বামফ্রন্ট দিয়েছে । সবচেয়ে বেশি তরুণ মুখ আমরাই দিয়েছি । সকলেই ঝকঝকে তরুণ । এই রেল ভলান্টিয়ার্সরা এমন সময় কাজ করেছে, যখন সরকার ব্যর্থ । আর্ত মানুষের পাশে দাঁড়িয়েছে । তাই শহরের মানুষ বুঝবে কলকাতাকে বাঁচাতে কারা তাদের বন্ধু ।"

আরও পড়ুন : KMC Election 2021 : কলকাতা পৌরভোটে সমস্ত বুথেই সিসিটিভির নজরদারি, হাইকোর্টে আশ্বাস কমিশনের

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সময় বামপন্থী তরুণরা লাল স্বেচ্ছাসেবক তকমা বা রেড ভলান্টিয়ার্সের ব্যাজ পরে রোগীর পাশে দাঁড়িয়েছিলেন । তাঁদের এই অকুতোভয় পদক্ষেপ সমাজের প্রশংসা কুড়িয়েছিল । এবার পৌরভোটে তাঁদের প্রার্থী করে বাজিমাতের চেষ্টায় বামফ্রন্ট । জেলা বামফ্রন্টের আহ্বায়ক কল্লোল মজুমদার বলছেন, "43 জন প্রার্থী যাঁরা রেড ভলান্টিয়ার্সের কাজ করেছিলেন, তাঁদের মনোনীত করা হয়েছে । আমরা বোঝাতে চেয়েছি, আপনার বিপদে বামেরাই মধুসূদন দাদা ।"

কলকাতা পৌরনিগমের 48 নম্বর ওয়ার্ডে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী অন্বেষা দাস, 2 নম্বর ওয়ার্ডে দেবলীনা সরকার, 110 নম্বর ওয়ার্ডের তনুশ্রী মণ্ডল, 95 নম্বরে অন্বেষা ভৌমিক, 49 নম্বরের উপনীতা পাণ্ডে, 83 নম্বরে অর্করঞ্জন ভট্টাচার্য ৷ এঁরা সকলেই ভলান্টিয়ার্স ।

বাম দলের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রাজ্য এসএফআই-এর সম্পাদক সৃজন ভট্টাচার্য ৷ তিনি জানালেন, মানুষের পাশে দাঁড়িয়ে কঠিন সময়ে প্রায় 1 লক্ষ রেড ভলান্টিয়ার্স কাজ করেছে । তাদের মধ্যে থেকে বেছে নিয়ে 43 জনকে প্রার্থী করা হয়েছে । এরা প্রত্যেকেই ছাত্র, যুব এবং সিপিএমের সদস্য । যাঁরা নতুন ভাবনা, দৃষ্টিভঙ্গিতে কলকাতার সমস্যা নিরসনে কাজ করতে চায় । স্বচ্ছ দৃষ্টি, উন্নত মানসিকতা এবং আধুনিকতার সঙ্গে শহরের পিছিয়ে পড়া ছবি বদলে দিতে চায় । যেখানে কেউ ওদের দিকে আঙুল তুলে অসততার কথা বলতে পারবে না । কলকাতাকে বাঁচাতে যে ধরনের উদ্যোগ, পৌর প্রতিনিধিত্ব দরকার, তা আমাদের তরুণ প্রজন্ম করতে পারে বলে জানালেন সৃজন । তাঁর কথায়, "আমার আপনার শহরকে বাঁচানোর স্বার্থে স্টিয়ারিং বাম দিকে ঘোরাতে হবে।’’

পৌরযুদ্ধে এবার 43 জন রেড ভলেন্টিয়ার্স বামফ্রন্ট মনোনীত প্রার্থী

আরও পড়ুন : KMC election 2021 : সুব্রত মুখোপাধ্যয়ের বোনের প্রচারের ফ্লেক্স, ব্যানার ছেঁড়ায় অভিযুক্ত তৃণমূল

নতুন ভাবে নগর পরিষেবা দেওয়ার কথা বলছেন 48 নং ওয়ার্ডের বামফ্রন্ট প্রার্থী অন্বেষা দাস । রেড ভলেন্টিয়ার্সের অংশ হয়ে করোনার কঠিন সময়ে মধুসূদন দাদা হয়েছিলেন তিনি । তাঁর কথায়, "এখনও পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফেরেনি সব কিছু ৷ গত 2 বছর ধরে রেড ভলান্টিয়ার্সরা মানুষের পাশে থেকেছে ৷ এই জায়গা থেকে তাঁদের একটা বাড়তি সুযোগ দেওয়া হচ্ছে ৷ একটা পুরপ্রতিনিধির থেকে মানুষ যেটা আশা করে, সেই ক্ষেত্রে, আমরা যোগ্য, আত্মবিশ্বাসী ৷" তিনি জানান, মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে পরিষেবা দিয়েছে রেড ভলান্টিয়ার্সরা ৷ এটিএম-এর লাইনে দাঁড়িয়ে টাকা তুলে দেওয়া থেকে শুরু করে জল, ওষুধ, অক্সিজেন সিলিন্ডার, সবকিছু পৌঁছে দিয়েছে রেড ভলান্টিয়ার্সরা ৷

আরও পড়ুন : KMC Election 2021 : হ্যাটট্রিকের বিষয়টা জনগণের উপর ছেড়ে দিলাম : বিজয় ওঝা

অন্বেষার আশা, "আমরা যেখান থেকেই নির্বাচিত হই না কেন, মানুষকে বাঁচানোর জন্য একটা বাড়তি অক্সিজেন জোগাতে পারব ৷" সিপিএমের নির্বাচনী ইস্তাহারে কলকাতাকে গ্রিন সিটিতে পরিণত করা, কাদম্বিনী কলকাতা করার কথা, রামধনু কলকাতা, শ্রমিকদের আশ্রয়, প্রতিটা বাড়িতে জল সরবরাহ সমেত আরও বেশ কিছু লক্ষ্য রয়েছে বলে জানালেন অন্বেষা ৷

Last Updated : Dec 14, 2021, 4:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details