পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মে দিবসে বাম কর্মী-সমর্থকদের বক্তব্যে এল পরিযায়ী শ্রমিকদের কথা - বাম কর্মী-সমর্থকদের বক্তব্যে এল পরিযায়ী শ্রমিকদের কথা

রেশন বণ্টন নিয়ে দুর্নীতির প্রমাণ পাওয়া গেল বলেও আজ মন্তব্য করেছেন বিমান বসু । দেরিতে হলেও প্রশাসনের কর্তারা বুঝতে পেরেছেন রাজ্যের মানুষ যথাযথভাবে খাদ্যদ্রব্য পাচ্ছেন না । বিমান বসু বলেন,  “রেশন ব্যবস্থায় গলদ থাকার জন্য খাদ্য সচিবকে সরিয়ে দেওয়া বড় কথা নয় । সরকার তার ব্যর্থতা বুঝতে পেরেছে এটা স্পষ্ট হয়ে গিয়েছে রাজ্যবাসীর কাছে ।” তবে কোরোনা সংক্রমণে আশঙ্কা প্রকাশ করেছেন বিমান বসু ।

may day
মে দিবস পালন

By

Published : May 1, 2020, 1:58 PM IST

কলকাতা, 1 মে : 8 থেকে বাড়িয়ে 10 বা 12 ঘণ্টার শ্রমের প্রতিবাদে লকডাউনের পরই আন্দোলনের পথে যাবেন বামকর্মীরা । আজ মে দিবসের এক অনুষ্ঠানে এই কথা বলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ।

রেশন বণ্টন নিয়ে দুর্নীতির প্রমাণ পাওয়া গেল বলেও আজ মন্তব্য করেছেন বিমান বসু । দেরিতে হলেও প্রশাসনের কর্তারা বুঝতে পেরেছেন রাজ্যের মানুষ যথাযথভাবে খাদ্যদ্রব্য পাচ্ছেন না । বিমান বসু বলেন, “রেশন ব্যবস্থায় গলদ থাকার জন্য খাদ্য সচিবকে সরিয়ে দেওয়া বড় কথা নয় । সরকার তার ব্যর্থতা বুঝতে পেরেছে এটা স্পষ্ট হয়ে গিয়েছে রাজ্যবাসীর কাছে ।” তবে কোরোনা সংক্রমণে আশঙ্কা প্রকাশ করেছেন বিমান বসু ।


পেট্রাপোল সীমান্ত খুলে দেওয়ার প্রসঙ্গে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানান, সমগ্র বিষয়টি আন্তর্জাতিক । কেন্দ্র এবং রাজ্য সরকারের আলোচনার ভিত্তিতেই খুলে দেওয়া হয়েছে পেট্রাপোল সীমান্ত । পণ্য খালাস করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে । কেন্দ্রীয় এবং রাজ্য সরকার ভিতরে ভিতরে আলোচনা করছে । আর ওপরে অন্য কথা বলছে বলে অভিযোগ করেন বিমান বসু ।

অবিলম্বে প্রয়োজন পরিযায়ী শ্রমিকদের জন্য উপযুক্ত পদক্ষেপ করা প্রয়োজন কেন্দ্রের । প্রয়োজনে সাবধানতা অবলম্বন করেই পরিযায়ী শ্রমিকদের জন্য ট্রেন চালানো যেতে পারে । পরিযায়ী শ্রমিকরা রাজ্যে আসার পর রাজ্য সরকারকেই সংশ্লিষ্ট শ্রমিকদের কোয়ারানটিনের ব্যবস্থা করতে হবে ।

ABOUT THE AUTHOR

...view details