কলকাতা, 29 নভেম্বর: প্রয়াত প্রবীণ বামনেতা তথা প্রাক্তন মন্ত্রী মানব মুখোপাধ্যায় ৷ মঙ্গলবার সকালে তাঁর মেয়ে হিয়া মুখোপাধ্যায় সোশাল মিডিয়ায় এই দুঃসংবাদ জানান ৷ তিনি লেখেন, "আমার বাবাকে হারালাম" ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 64 বছর ৷ আজ, 29 নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বাম জমানার মন্ত্রী ৷
এর আগে 9 অগস্ট তিনি গুরুতর অসুস্থ হয়ে বাইপাসের কাছে একটি বেসরকারি হাসপাতালে ভরতি হন ৷ হাসপাতাল সূত্রে জানা গিয়েছিল, তাঁর অবস্থা সংকটজনক ৷ তাঁর মাথায় রক্ত রক্ষণ হয়ে জমাট বেঁধেছে ৷ মাঝে কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন ৷
রাজ্য সিপিআইএম-এর পক্ষ থেকেও টুইট করে জানানো হয়, "সিপিআই(এম) পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদকমন্ডলীর প্রাক্তন সদস্য, বামফ্রন্ট সরকারের প্রাক্তন মন্ত্রী, কমরেড মানব মুখার্জী লাল সেলাম কমরেড মানব মুখার্জী অমর রহে সিপিআই(এম) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি" ৷