পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

'আজাদ হিন্দ কিষাণ দিবস' পালন করবে বামফ্রন্ট - 18 জানুয়ারি মহিলা কিষাণ দিবস পালন বামফ্রন্টের

নতুন বছরের শুরুতেই জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে একাধিক কর্মসূচি গ্রহণ রাজ্য বামফ্রন্টের । মহিলা কৃষি দিবস পালন, কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ, আদাজ হিন্দ দিবস পালন, কৃষক প্রজাতন্ত্র দিবস পালন, সহ একাধিক কর্মসূচি করতে চলেছে তারা । এসবের মূল লক্ষ্য একটাই তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে জনগণের কাছে পৌঁছে যাওয়ার একমাত্র পথ ।

বামফ্রন্ট
বামফ্রন্ট

By

Published : Jan 9, 2021, 9:08 PM IST

কলকাতা, 9 জানুয়ারি : চলতি মাসের 13 তারিখে কৃষি আইনের কপি জ্বালিয়ে বিক্ষোভ দেখাবে রাজ্য বামফ্রন্ট । 18 জানুয়ারি মহিলা কিষাণ দিবস পালন করা হবে রাজ্যজুড়ে । 20 থেকে 22 জানুয়ারি তিন দিন ব্যাপী কলকাতার রানি রাসমণি রোডে অবস্থান কর্মসূচি রয়েছে বামফ্রন্টের । নেতাজির জন্মদিবসে আজাদ হিন্দ কিষাণ দিবস পালন করা হবে । 26 জানুয়ারি সাধারণতন্ত্র দিবস কৃষক প্রজাতন্ত্র দিবস এবং সংবিধান রক্ষা করার জন্য পালন করা হবে । রাজ্য বামফ্রন্টের বৈঠকে গৃহীত সিদ্ধান্ত, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ঘরে ঘরে জনসংযোগ প্রক্রিয়ায় জোর দিতে চাইছে তারা ।

বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানিয়েছেন, কর্পোরেট স্বার্থবাহী কৃষি আইন প্রত্যাহারের দাবিতে জেলায় জেলায় ট্রাক্টর সহ কৃষক মিছিল সংঘটিত হবে । বামফ্রন্ট এবং কংগ্রেসসহ 16 টি পার্টি রাজ্য সরকারের কাছে বিধানসভার অধিবেশন ডেকে রাজ্যের কৃষক বিরোধী আইন বাতিল এবং কৃষক স্বার্থে নতুন আইন প্রণয়নের দাবি জানিয়ে আসছে বারবার । সমন্বয় কমিটিও প্রথম থেকে এই দাবি করেছে । আলু সহ অন্যান্য কৃষি পণ্যের সরকারি দর ঘোষণা এবং গ্রামে গ্রামে ক্যাম্প করে সংগ্রহ করার জন্য সরকারের কাছে দাবি জানানো হয়েছে । রাজ্যের মোট 123 টি পৌরসভার মধ্যে কলকাতা কর্পোরেশন সহ 2018 সালে 17 টি এবং 2020 সালে 95 টি মোট 112 টি পৌরসভার নির্বাচনের সময় উত্তীর্ণ হয়েছে । যে সমস্ত পৌরসভার নির্বাচন হওয়ার কথা সেই সমস্ত নির্বাচন রাজ্য সরকার যথাযথ সময় করেনি । এখনও তাদের করার কোন সদিচ্ছা নেই বলে ক্ষোভ প্রকাশ করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান । এরই প্রতিবাদে রাজ্যজুড়ে আন্দোলন শুরু হবে । অবস্থান বিক্ষোভ এবং মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দেওয়ার কর্মসূচি নিয়েছেন বামফ্রন্ট কর্মীরা ।

আরও পড়ুন : বামফ্রন্টের বৈঠকে আসন বণ্টন ও ব্রিগেড নিয়ে আলোচনা

30 জানুয়ারি গান্ধিজির হত্যা দিবস । সেদিন রামলীলা পার্ক থেকে বেলেঘাটা গান্ধী ভবন পর্যন্ত মিছিল হবে । নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বৃহত্তর বিক্ষোভ হবে 2 ফেব্রুয়ারি । 16 বাম দল এবং কংগ্রেসের যৌথ আহ্বানে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ও মার্চের প্রথম দিকে ব্রিগেড প্যারেড ময়দানে সমাবেশ করার সিদ্ধান্ত হয়েছে ।

For All Latest Updates

TAGGED:

left meet

ABOUT THE AUTHOR

...view details