পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Left Candidates for Kolkata Corporation Election 2021: 17 আসন ছেড়ে রেখে কলকাতা পৌরভোটে বামেদের প্রার্থী তালিকা প্রকাশ - Left Front Candidate List

বামেদের প্রার্থী তালিকায় (Left Front candidate list) মহিলাদের সংখ্যা বাড়িয়ে করা হয়েছে 58 ৷ তালিকায় সংখ্যালঘু মুখ 18 ৷

Left Front Candidates
কলকাতা পৌরভোটে বামেদের প্রার্থী তালিকা প্রকাশ

By

Published : Nov 26, 2021, 4:24 PM IST

Updated : Nov 26, 2021, 6:42 PM IST

কলকাতা, 26 নভেম্বর : কংগ্রেস ও আইএসএফ-এর জন্য 17টি আসন ছেড়ে রেখে সবার আগে কলকাতা পৌরসভার প্রার্থী তালিকা ঘোষণা করল বামফ্রন্ট (Left Front Candidate List ) ৷ কংগ্রেসের হাতে থাকা আসনগুলিতে প্রার্থী ঘোষণা করা হয়নি ৷ প্রার্থী তালিকায় মহিলাদের সংখ্যা বাড়িয়ে করা হয়েছে 58 ৷ তালিকায় সংখ্যালঘু মুখ 18 ৷

বিধানসভা নির্বাচনের পর রাজ্য বিধানসভায় বামেদের বিধায়কের সংখ্যা শূন্য হয়ে যাওয়ার পর, বামফ্রন্ট নেতৃত্বের তরফে বলা হয়েছিল বিধানসভা নির্বাচন ভিত্তিক জোট হয়েছিল কংগ্রেস ও আইএসএফ-এর সঙ্গে ৷ কিন্তু কার্যক্ষেত্রে তা দেখা গেল না। বরং কলকাতা পৌরসভার ভোটেও কংগ্রেস-আইএসএফের সঙ্গে জোটের পথ খোলা রাখল বামফ্রন্ট ৷ আগামী 19 ডিসেম্বর কলকাতা পৌরনিগমের নির্বাচন (Kolkata Corporation Election 2021) হওয়ার কথা৷ মোট 144টি আসনের মধ্যে শুক্রবার বামেরা 127টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে ৷ বাকি 17টি আসন ছেড়ে রাখা হয়েছে কংগ্রেস এবং আইএসএফের জন্য।

আরও পড়ুন : BJP Candidate list for Kolkata Municipal Election : সোমে প্রকাশ প্রার্থী তালিকা, তার আগে হেস্টিংসে দু'দিনের জরুরি বৈঠক বিজেপির

এদিন প্রার্থী তালিকা প্রকাশ করতে গিয়ে সিপিআই(এম)-এর কলকাতা জেলা সম্পাদক এবং কলকাতা জেলা বামফ্রন্টের আহ্বায়ক কল্লোল মজুমদার বলেন, "এই 17টি আসনে বামফ্রন্ট প্রাথীরা প্রতিদ্বন্দ্বিতা করা মানে তৃণমূল কংগ্রেস বিরোধী এবং বিজেপি বিরোধী ভোট ভাগ হওয়া। তাই এই 17টি আসন বামফ্রন্ট ছেড়ে রেখেছে অন্যান্য দলের জন্য, যাদের এইসব ওয়ার্ডে সংগঠিনিক শক্তি বেশি। এই অন্যান্য দলের মধ্যে কংগ্রেস এবং আইএসএফও আছে। "

127 জন প্রার্থীর মধ্যে 58 জন মহিলা এবং 18 জন সংখ্যালঘু প্রার্থী আছেন ৷ কল্লোলবাবু এদিন জানান, বাম প্রার্থীদের মধ্যে 50 শতাংশ প্রার্থীর বয়স 50 বছরের কম। তালিকায় রয়েছে প্রচুর নতুন মুখ ৷ বিজেপিকে ঠেকানোর পাশাপাশি,তৃণমূল কংগ্রেসকে পৌরভোটে হারানো যে অগ্রাধিকার তা এদিন ফের স্পষ্ট করে দিয়েছে বাম নেতৃত্ব ।

Last Updated : Nov 26, 2021, 6:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details