পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কাল বামেদের 12 ঘণ্টার বাংলা বনধে সমর্থন কংগ্রেসের

নবান্ন অভিযানে বেশ কয়েকজন বাম ছাত্র ও যুব সমর্থক আহত হন । এরই প্রতিবাদে আগামীকাল 12 ঘণ্টার বাংলা বনধের ডাক দিল বাম সংগঠনগুলি ।

Left Front calls for Strike
ছবি

By

Published : Feb 11, 2021, 4:44 PM IST

Updated : Feb 11, 2021, 10:27 PM IST

কলকাতা, 11 ফেব্রুয়ারি : নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় কলকাতায় । কর্মসংস্থান ও শিল্পের দাবিতে এবং রাজ্যে সরকার বদলের ডাক দিয়ে নবান্ন অভিযান কর্মসূচি ছিল 10টি বামপন্থী যুব ও ছাত্র সংগঠন । ধর্মতলায় অ্যালুমিনিয়াম শিট দিয়ে তৈরি ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন বিক্ষোভকারীরা । এরপরেই পরিস্থিতি ধুন্ধুমার হয়ে ওঠে।

বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ছোড়ে পুলিশ । ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল । বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জও করে পুলিশ । বেশ কয়েকজন বাম ছাত্র ও যুব সমর্থক আহত হন । এরই প্রতিবাদে আগামীকাল 12 ঘণ্টার বাংলা বনধের ডাক দিল বাম সংগঠনগুলি । বামেদের ডাকা ধর্মঘটকে সমর্থন জানিয়েছে কংগ্রেসও ।

নবান্ন অভিযানে পুলিশি হামলার অভিযোগ তুলে মৌলালিতে অবস্থান বিক্ষোভ দেখাতে শুরু করে বাম ছাত্র যুব সংগঠনগুলি । তাঁদের সঙ্গে দেখা করতে যান সিপিএম নেতা সুজন চক্রবর্তী । সুজন চক্রবর্তী জানান, নবান্ন অভিযানে ছাত্র যুবদের উপর পুলিশ অকথ্যভাবে নির্যাতন করেছে । অন্তত 25 জন হাসপাতালে ভর্তি হয়েছে বলেও জানান তিনি । এরই প্রতিবাদে আগামীকাল 12 ঘণ্টার বন্ধের ডাক দেয় সিপিএমসহ অন্যান্য বামপন্থী সংগঠনগুলি ।

আরও পড়ুন : নবান্ন অভিযান : বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস, লাঠিচার্জ

বনধের বিষয়ে সুজন চক্রবর্তী বলেন, "নিজেদের পরিবারের ছাত্রদের কথা ভেবে তৃণমূলের সমর্থকরাও আগামীকালের বনধে অংশগ্রহণ করবেন ।"

কংগ্রেসের তরফে আজ এক বিবৃতি জারি করে আগামীকালের ধর্মঘটকে সমর্থনের কথা বলা হয়েছে । কংগ্রেসের তরফে বিজেপি ও তৃণমূলকে একই বৃন্তে দু'টি ফুল হিসেবে বলা হয়েছে এবং বামেদের ডাকা বনধকে পূর্ণ সমর্থন করা হবে বলে জানানো হয়েছে ।

Last Updated : Feb 11, 2021, 10:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details