কলকাতা, 11 ফেব্রুয়ারি : নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় কলকাতায় । কর্মসংস্থান ও শিল্পের দাবিতে এবং রাজ্যে সরকার বদলের ডাক দিয়ে নবান্ন অভিযান কর্মসূচি ছিল 10টি বামপন্থী যুব ও ছাত্র সংগঠন । ধর্মতলায় অ্যালুমিনিয়াম শিট দিয়ে তৈরি ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন বিক্ষোভকারীরা । এরপরেই পরিস্থিতি ধুন্ধুমার হয়ে ওঠে।
বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ছোড়ে পুলিশ । ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল । বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জও করে পুলিশ । বেশ কয়েকজন বাম ছাত্র ও যুব সমর্থক আহত হন । এরই প্রতিবাদে আগামীকাল 12 ঘণ্টার বাংলা বনধের ডাক দিল বাম সংগঠনগুলি । বামেদের ডাকা ধর্মঘটকে সমর্থন জানিয়েছে কংগ্রেসও ।
নবান্ন অভিযানে পুলিশি হামলার অভিযোগ তুলে মৌলালিতে অবস্থান বিক্ষোভ দেখাতে শুরু করে বাম ছাত্র যুব সংগঠনগুলি । তাঁদের সঙ্গে দেখা করতে যান সিপিএম নেতা সুজন চক্রবর্তী । সুজন চক্রবর্তী জানান, নবান্ন অভিযানে ছাত্র যুবদের উপর পুলিশ অকথ্যভাবে নির্যাতন করেছে । অন্তত 25 জন হাসপাতালে ভর্তি হয়েছে বলেও জানান তিনি । এরই প্রতিবাদে আগামীকাল 12 ঘণ্টার বন্ধের ডাক দেয় সিপিএমসহ অন্যান্য বামপন্থী সংগঠনগুলি ।