কলকাতা, 4 অক্টোবর : ভবানীপুর উপনির্বাচন ও দুটি বিধানসভা কেন্দ্রে নির্বাচনের ফল বেরিয়েছে রবিবার ৷ তিন কেন্দ্রেই তৃণমূলের জয়জয়কার ৷ ভবানীপুরে উপনির্বাচনে রেকর্ড ভোটে জিতেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই কেন্দ্রে সিপিএম প্রার্থী শ্রীজীব বিশ্বাস চার হাজারের সামান্য বেশি ভোট পান ৷ এই পরিস্থিতিতে কংগ্রেসের সঙ্গে আলোচনা না-করেই 30 অক্টোবর রাজ্যের বাকি চারটি উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট ৷
দিনহাটা কেন্দ্রে লড়বেন ফরোয়ার্ড ব্লক প্রার্থী আব্দুর রউফ, শান্তিপুর ও খড়দহ কেন্দ্রে সিপিআইএমের প্রার্থী যথাক্রমে সৌমেন মাহাতো ও দেবজ্যোতি দাস ৷ আর গোসাবায় বামফ্রন্টের প্রার্থী আরএসপির অনিলচন্দ্র মণ্ডল। তবে প্রার্থী দেওয়ার ক্ষেত্রে জোটসঙ্গী কংগ্রেসের সঙ্গে আলোচনা করা হয়নি ৷ এদিন বিমান বসুর কথায় তা পরিষ্কার ৷ তাঁর মতে, ফোনে সবকিছু হয় না। পথে নেমে আন্দোলনের সময় কংগ্রেসকে পাওয়া যাচ্ছে না। ফলে তারা জোটসঙ্গী কি না, তা নিয়ে সংশয় তৈরি হওয়া স্বাভাবিক ৷ তবে আগ বাড়িয়ে বিচ্ছেদের কথা তাদের তরফে বলা হবে না বলে আবারও মনে করিয়ে দিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান ৷
রাজ্য বিধানসভা ভোট মেটার পরই কংগ্রেসের সঙ্গে জোটের ইতি হয়েছে ৷ মাসখানেক আগে কলকাতায় এসে এমনই মন্তব্য় করেছিলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ৷ তারপর বামফ্রন্ট চেয়ারম্যানের এদিনের মন্তব্যে কংগ্রেসের সঙ্গে তাদের জোটের মেয়াদ শেষ হয়ে গিয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷ 2 মে পরবর্তী সময়ে কংগ্রেসকে কোনও আন্দোলনে পাওয়া যায়নি। তাই বাম-কংগ্রেসের জোট রয়েছে কি না, তা নিয়ে সন্দিহান বামফ্রন্ট চেয়ারম্যান। সোমবার পার্থ মুখোপাধ্যায়ের লেখা বই ‘চিন্তার সৃজন’ প্রকাশ অনুষ্ঠানে এই মন্তব্য করেন বর্ষীয়ান বাম নেতা।