কলকাতা, 8 মার্চ: গত 2 মার্চ ত্রিপুরায় বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে (Tripura Assembly Election Results 2023) ৷ 32টি আসনে জিতে উত্তর পূর্ব ভারতের ওই রাজ্যে ফের ক্ষমতায় বসেছে বিজেপি (BJP) ৷ সিপিএমের অভিযোগ, টানা দ্বিতীয়বার বিধানসভা নির্বাচনে জেতার পর থেকেই বিরোধী রাজনৈতিক দলগুলির উপর আক্রমণ চালাচ্ছে গেরুয়া শিবির ৷ কোথাও মারধর তো কোথাও ঘরবাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া ঘটনা ঘটেছে । তাই বামফ্রন্টের (Left Front) তরফে এই নিয়ে প্রতিবাদের ডাক দিয়েছে ।
পশ্চিমবঙ্গ বামফ্রন্টের তরফে আগামিকাল, বৃহস্পতিবার ধর্মতলায় লেনিন মূর্তির পাদদেশ থেকে শিয়ালদা স্টেশন পর্যন্ত মিছিলের ডাক দেওয়া হয়েছে । সেখানে অবশ্য ত্রিপুরার ভোট পরবর্তী হিংসার (Tripura Post Poll Violence) পাশাপাশি পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক অধিকার হরণ ও বিরোধী কণ্ঠস্বর রোধ করার অভিযোগও তোলা হবে ৷ এর বিরুদ্ধে সকলকে এক হওয়ার ডাকও দেওয়া হয়েছে ৷
তবে ত্রিপুরার ঘটনার নিন্দা করে সিপিএমের (CPIM) পলিটব্যুরোর তরফে ইতিমধ্যে বিবৃতি দেওয়া হয়েছে ৷ সেখানে বলা হয়েছে, 2 মার্চ যখন ভোটের ফলাফল ঘোষণা করা হচ্ছিল এবং বিজেপি সংখ্যাগরিষ্ঠতার দিকে এগিয়ে যাচ্ছিল, তখন ত্রিপুরায় গণতন্ত্রকে হত্যার হিংসাত্মক প্রক্রিয়া অবলম্বন করা হয় ৷ বিজেপি 10 শতাংশ ভোট হারিয়েছে ৷ সংখ্যাগরিষ্ঠতার থেকে সামান্য কয়েকটি আসনে জিতে সরকার গড়েছে ৷ সেটা মানতে পারছে না বিজেপি ৷ সেই কারণে বিজেপি হিংসার আশ্রয় নিয়েছে ৷