কলকাতা, 23 অক্টোবর: দুর্নীতি ইস্যুতে গত কয়েক মাস ধরে রাজ্যজুড়ে 'চোর ধরো জেল ভরো' অভিযান চালিয়েছে বামেরা (Left Farmers Jatha)। এ বার দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গড়ার লক্ষ্যে নির্বাচনের আগে রাজ্যজুড়ে গ্রামে গ্রামে 'চোর তাড়াও, গ্রাম বাঁচাও'য়ের ডাকে জাঠা করবে বামেরা (Left parties in Bengal)।
মূলত, কৃষক, ক্ষেতমজুরদের এককাট্টা করার লক্ষ্য নিয়েই এই কর্মসূচি নেওয়া হয়েছে । এই জাঠা রাজ্যজুড়ে গ্রামীণ জনপদ ছুঁয়ে যাবে বলেই সূত্রের খবর । বাম নেতৃত্বের দাবি, এই জাঠার মাধ্যমে গ্রামের মানুষের মনের কথা শোনা হবে । পাড়ার মোড়ে, চায়ের ঠেকে বসে মানুষের নিত্য জীবন যন্ত্রণার কথা শোনা হবে । 'বিপ্লবের মাস' নভেম্বরের প্রথম দিন থেকেই শুরু হবে এই জাঠা । 20 নভেম্বর পর্যন্ত এই জাঠা চলবে । জাঠার প্রস্তুতি নিয়ে শনিবার কলকাতায় কেন্দ্রীয় বৈঠক হয়েছে । রাজ্যের 21টি জেলার কৃষকসভার নেতারা সেখানে উপস্থিত ছিলেন ।
পশ্চিমবঙ্গ প্রাদেশিক কৃষক সভার সভাপতি বিপ্লব মজুমদার বলেন, "2011 সালের পর থেকে গ্রামের মানুষ প্রতারণা ও বঞ্চনার শিকার । তৃণমূল লুটেরাদের অত্যাচারে গ্রামের মানুষ বিপন্ন । প্রতিবাদ করলেই আক্রমণ নেমে এসেছে । তাই যেভাবে বামফ্রন্ট সরকার রাজ্য থেকে জমিদারদের অত্যাচারের অবসান ঘটিয়েছে, ঠিক সেভাবেই তৃণমূলের জবাব দেবে ।"