কলকাতা, 27 এপ্রিল:রাজ্যের হাওয়া ঘুরছে এবং সিপিআইএম আবারও ছন্দে ফিরছে ৷ বৃহস্পতিবার এমনটাই দাবি করেছে সিপিআইএমের ডিজিটাল টিম । গত এক মাসে তৃণমূল কংগ্রেস, বিজেপি, সিপিআইএমের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেল এবং ইউটিউব চ্যানেলের ভিউয়ের একটি তুলনামূলক বিচার করা হয় ৷ সেখানে দেখা যাচ্ছে, ভিউয়ারসের নিরিখে রাজ্যে সিপিআইএম অনেকটাই এগিয়ে। এর জেরেই সিপিআইএমের ডিজিটাল টিম মনে করছে রাজ্যের সাধারণ মানুষ শুধু রাস্তার লড়াইয়ে তাদের সঙ্গে আছে এমনটা নয়, সোশাল মিডিয়াতেও রয়েছে। আর তারপরেই তারা দাবি করে সিপিআইএম ফের রাজ্যে ফিরছে ৷
তাদের কথা অনুয়ায়ী, "লড়াই চলছে হেঁটে, লড়াই চলছে নেটে। রাজ্যের ভবিষ্যত রাজনীতির আঁচ এখন থেকেই স্পষ্ট ।" সিপিআইএম ডিজিটাল টিমের তথ্য অনুসারে, তৃণমূল কংগ্রেস, বিজেপির থেকে অনেকটাই এগিয়ে সিপিআইএম। অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেল এবং ইউটিউব চ্যানেলের একটি তুলনামূলক বিচারে সিপিআইএম এগিয়ে রয়েছে । সিপিআইএম পশ্চিমবঙ্গের অফিসিয়াল ইনস্টাগ্রাম মোট ভিউয়ারশিপে তৃণমূল, বিজেপির থেকে কয়েকশো গুণ এগিয়ে। এই মুহূর্তে সিপিআইএম পশ্চিমবঙ্গের অফিসিয়াল ইনস্টাগ্রাম মোট ভিউয়ারশিপ প্রায় 36.5 লক্ষ । সেখানে তৃণমূলের মোট ভিউয়ারশিপ মাত্র 4.69 লক্ষ । আর বিজেপি 4.96 লক্ষ ।
তবে সিপিআইএমের প্রবীণ নেতারা সোশাল মিডিয়ায় অনেকটাই পিছিয়ে । কিন্তু, সিপিআইএম পশ্চিমবঙ্গের অফিসিয়াল ইনস্টাগ্রাম টিমের তৈরি রিলসের ভিউ আবার তৃণমূল- বিজেপিকে টেক্কা দিল। রিলসের ভিউয়েও সিপিআইএম প্রথম স্থান অধিকার করেছে । তাদের ইনস্টাগ্রাম রিলসের ভিউ 36 হাজার । দ্বিতীয় স্থানে বিজেপি । তাদের ভিউ মাত্র পাঁচ হাজার। সব থেকে শেষে রয়েছে তৃণমূল। তাদের রিলসের ভিউয়ারস মাত্র চার হাজার 900 । শুধু ইনস্টাগ্রাম নয়, মোট ভিউয়ারসের বিচারে ইউটিউব চ্যানেলের ক্ষেত্রেও এগিয়ে বাম ব্রিগেড । সিপিআইএম পশ্চিমবঙ্গের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের মোট ভিউয়ারস পাঁচ মিলিয়ন ছাড়িয়েছে । তৃণমূল সেখানে 374 হাজার । আর বিজেপি অনেকটাই পিছিয়ে । তাদের মোট ভিউয়ারস মাত্র 90 হাজার ।
সিপিআইএমের ডিজিটাল টিমের তথ্য ভিডিয়ো ভিউজের ক্ষেত্রেও সিপিআইএম এগিয়ে । সিপিআইএম পশ্চিমবঙ্গের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের ভিউ 15 হাজার 200 । তৃণমূলের 11 হাজার 700 । অনেকটাই পিছিয়ে থাকা বিজেপির ভিউ মাত্র চার হাজার 500 । এই ঘটনায় অনেকটাই উচ্ছ্বসিত সিপিআইএম ডিজিটাল টিম । তাদের মধ্যে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মী বলেন, "তৃণমূল বিজেপির মত আমাদের দলে এত লোক নেই । টাকাও নেই যে কর্পোরেট সংস্থাকে দিয়ে কাজ করাব। আমাদের নিজস্ব ছেলে মেয়েরা নিজেদের দক্ষতা দিয়ে কাজ করছে। ভালোবেসে কাজ করছে । তাদের চেষ্টা ও সাধারণ মানুষেরও বামেদের প্রতি আস্থার কারণেই এত ভিউ। গত এক-দেড়মাস ধরে আমাদের আমরা শর্ট ভিডিয়ো ও রিলসের প্রতি জোর দিই । নেতৃত্বের মূল বক্তব্য ও কর্মসূচির মূল বক্তব্য এক মিনিটের মধ্যে তুলে ধরার চেষ্টা করি । তারই ফসল বলা যেতে পারে এই ভিউ । সর্বোপরি রাজ্যের মানুষের আস্থা, বামপন্থায় বিকল্প ।"
আরও পড়ুন:রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী কবে কালিয়াগঞ্জ যাবেন, প্রশ্ন সেলিমের