পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গান্ধিজির মৃত্যুদিনে ফের কাছাকাছি বাম-কংগ্রেস - কলকাতা

আজ গান্ধিজির মৃত্যুদিনে সংবিধানের উপর হামলার প্রতিবাদে মুখর হল বাম-কংগ্রেস নেতৃত্ব ৷ মিছিলে উপস্থিত ছিলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য ৷ আজ রামলীলা ময়দান থেকে বেলেঘাটা গান্ধি ভবন পর্যন্ত মিছিলটি চলে ৷

বাম-কংগ্রেস মিছিল
বাম-কংগ্রেস মিছিল

By

Published : Jan 30, 2020, 11:35 PM IST

Updated : Feb 4, 2020, 8:33 AM IST

কলকাতা, 30 জানুয়ারি : সংবিধানের উপর হামলা এবং আক্রমণের প্রতিবাদে মুখর হল বাম-কংগ্রেস নেতৃত্ব । BJP এবং তৃণমূল বিরোধী যে কোনও রাজনৈতিক দলকে সাদরে আমন্ত্রণ জানানো হয়েছে বামফ্রন্টের পক্ষ থেকে । আজ রামলীলা ময়দান থেকে বেলেঘাটা গান্ধি ভবন পর্যন্ত এক পদযাত্রায় এসে একথা বললেন ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ।

দেশের শাসক দল BJP-র বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদে সোচ্চার হওয়ার কথা যেমন বললেন, তেমনই রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে রুখে দাঁড়াবার আহ্বান জানালেন বিমান বসু । দিল্লিতে কেন্দ্রের সরকার RSS এবং BJP-র দ্বারা পরিচালিত হচ্ছে‌ । যে কারণে গণতান্ত্রিক দেশের সাংসদ এবং মন্ত্রীরা প্রকাশ্যে গুলি করে দিতে বলছে বলে অভিযোগ করেন বামফ্রন্ট চেয়ারম্যান । গতকাল জলঙ্গির ঘটনা দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি । সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেই আবেদন জানিয়ে বিমান বসু বলেন, "মানুষের অধিকার হরণ করার অশনিসংকেত দেখা যাচ্ছে এই গণতান্ত্রিক দেশে । আজকের দিনে মহাত্মা গান্ধিকে গুলি করে খুন করেছিল RSS-র স্বয়ংসেবক নাথুরাম গডসে । গান্ধিজির সঙ্গে বামপন্থীদের মতানৈক্য থাকলেও, গান্ধিজি স্বাধীনতার সৈনিক ছিলেন । তিনি সর্বধর্ম সমন্বয়ের কথা বলেছিলেন । সেই কারণে সবাই মিলে একসঙ্গে পথ হাঁটা । দলমত নির্বিশেষে ঝান্ডাবিহীনভাবে আজকের এই মিছিল মানুষের জন্য ।"

গান্ধিজির মৃত্যুদিনে কাছাকাছি বাম-কংগ্রেস

আজকের এই মিছিলের অন্যতম দল কংগ্রেসের পক্ষ থেকে প্রদীপ ভট্টাচার্য জানান, গান্ধির সর্বধর্ম সমন্বয়ের চিন্তাধারাকে প্রগতিশীল বাংলার মানুষের কাছে নতুন করে পৌঁছে দেওয়ার জন্যেই রামলীলা ময়দান থেকে তারা গান্ধি ভবন পর্যন্ত মিছিল করবেন ।

Last Updated : Feb 4, 2020, 8:33 AM IST

ABOUT THE AUTHOR

...view details