কলকাতা , 6 ডিসেম্বর : পার্শ্ব শিক্ষকদের অনশন ইশুতে আজ বিধানসভায় বাম ও কংগ্রেস বিধায়করা বিক্ষোভ দেখালেন । সরকার পার্শ্ব শিক্ষকদের মৃত্যু চাইছে বলে অভিযোগ করলেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী । আজ 22 দিনে পড়ল পার্শ্ব শিক্ষকদের অনশন অবস্থান । এই বিষয়ে মুলতুবি প্রস্তাব আনতে চেয়েছিলেন বাম এবং কংগ্রেস বিধায়করা । অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় মুলতুবি প্রস্তাব খারিজ করে দেওয়ায় উত্তাল হয়ে ওঠে অধিবেশন কক্ষ ।
'পার্শ্ব শিক্ষকদের মৃত্যু চাইছে সরকার', উত্তাল বিধানসভা
22 দিনে পড়ল পার্শ্ব শিক্ষকদের অনশন অবস্থান । এই বিষয়ে মুলতবি প্রস্তাব আনতে চেয়েছিলেন বাম এবং কংগ্রেস বিধায়করা । অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় মুলতবি প্রস্তাব খারিজ করে দেন ৷ এরপরই উত্তাল হয়ে ওঠে অধিবেশন কক্ষ ।
দীর্ঘক্ষণ অধ্যক্ষকে ঘিরে চলে বিক্ষোভ । কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তী অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের দিকে নিশানা করে কাগজ ছুঁড়তে থাকেন । এরপর বাম এবং কংগ্রেস বিধায়করা ওয়েল থেকে বেরিয়ে লবিতে এসে বিক্ষোভ দেখান । বিধানসভার কার্যবিবরণী কাগজ পুড়িয়ে দেন তাঁরা । বি আর আম্বেদকরের মূর্তির সামনে এসে শোক দিবসের নীরবতা পালন করলেন বাম এবং কংগ্রেস বিধায়করা ।
কংগ্রেসের মুখ্য সচেতক মনোজ চক্রবর্তী এবং বাম পরিষদীয় দলের নেতা সুজন চক্রবর্তী বলেন, "সংবিধানের মৃত্যু দিন পালন করছে সরকার । 22 দিন ধরে অনশন অবস্থান করছেন শিক্ষক-শিক্ষিকারা । সরকার তাঁদের মৃত্যু চাইছে । বিধানসভা খেয়াল খুশি মতো চলছে । নির্দিষ্ট কোনও কর্মসূচি নেই বিধানসভায় ৷ RSP বিধায়ক বিশ্বনাথ চৌধুরি জানান, দীর্ঘদিনের বিধায়ক হিসেবে এমন অভিজ্ঞতা কোনওদিন হয়নি । দিশাহীন বিধানসভা চলছে ৷"