কলকাতা, 27 ডিসেম্বর : দীর্ঘক্ষণ বৈঠক হল আলিমুদ্দিন স্ট্রিটের মুজ়াফফর আহমেদ ভবনে । তবে মিলল না কোনও সমাধানসূত্র ৷ সিপিআইএমের সদরদপ্তরে দুপুর থেকে বৈঠকে বসেছিল বামফ্রন্ট এবং কংগ্রেসের কলকাতা জেলা নেতৃত্ব ।
আসন বণ্টন নিয়েই শেষ পর্যন্ত বামফ্রন্ট এবং কংগ্রেসের জোটে ভাঙন ধরবে বলে আশঙ্কা করছে শরিক দলের নেতৃত্ব । আজ বিধানসভা নির্বাচনের প্রাথমিক প্রস্তুতি হিসেবে বামফ্রন্ট এবং কংগ্রেসের ঘরোয়া বৈঠক হয় । প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি দিল্লিতে থাকায় তিনি এই বৈঠকে অনুপস্থিত ছিলেন । যদিও তাঁর নির্দেশেই প্রদেশ কংগ্রেস এবং জেলা কংগ্রেস নেতারা বামফ্রন্টের সঙ্গে বৈঠকে বসেছিলেন ।
আবদুল মান্নান ফের অসুস্থ হওয়ায় বাড়িতেই রয়েছেন । চিকিৎসকরা অনুমতি না দিলে আপাতত তিনি বাড়ি থেকে বের হবেন না । কংগ্রেসের রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য, শুভংকর সরকার, ঋজু ঘোষাল সহ কংগ্রেসের কলকাতা এবং জেলা নেতৃত্ব বৈঠক করেন বামফ্রন্টের সঙ্গে ।