পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আসন সমঝোতা নিয়েই ভেস্তে যেতে পারে বাম-কংগ্রেস জোট ?

আজ বিধানসভা নির্বাচনের প্রাথমিক প্রস্তুতি হিসেবে বামফ্রন্ট এবং কংগ্রেসের ঘরোয়া বৈঠক হয় । আসন বণ্টন নিয়েই শেষ পর্যন্ত বামফ্রন্ট এবং কংগ্রেসের জোটে ভাঙন ধরবে বলে আশঙ্কা করছে শরিক দলের নেতৃত্ব ।

ভেস্তে যেতে পারে বাম কংগ্রেস জোট ?
ভেস্তে যেতে পারে বাম কংগ্রেস জোট ?

By

Published : Dec 27, 2020, 9:12 PM IST

কলকাতা, 27 ডিসেম্বর : দীর্ঘক্ষণ বৈঠক হল আলিমুদ্দিন স্ট্রিটের মুজ়াফফর আহমেদ ভবনে । তবে মিলল না কোনও সমাধানসূত্র ৷ সিপিআইএমের সদরদপ্তরে দুপুর থেকে বৈঠকে বসেছিল বামফ্রন্ট এবং কংগ্রেসের কলকাতা জেলা নেতৃত্ব ।

আসন বণ্টন নিয়েই শেষ পর্যন্ত বামফ্রন্ট এবং কংগ্রেসের জোটে ভাঙন ধরবে বলে আশঙ্কা করছে শরিক দলের নেতৃত্ব । আজ বিধানসভা নির্বাচনের প্রাথমিক প্রস্তুতি হিসেবে বামফ্রন্ট এবং কংগ্রেসের ঘরোয়া বৈঠক হয় । প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি দিল্লিতে থাকায় তিনি এই বৈঠকে অনুপস্থিত ছিলেন । যদিও তাঁর নির্দেশেই প্রদেশ কংগ্রেস এবং জেলা কংগ্রেস নেতারা বামফ্রন্টের সঙ্গে বৈঠকে বসেছিলেন ।

আবদুল মান্নান ফের অসুস্থ হওয়ায় বাড়িতেই রয়েছেন । চিকিৎসকরা অনুমতি না দিলে আপাতত তিনি বাড়ি থেকে বের হবেন না । কংগ্রেসের রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য, শুভংকর সরকার, ঋজু ঘোষাল সহ কংগ্রেসের কলকাতা এবং জেলা নেতৃত্ব বৈঠক করেন বামফ্রন্টের সঙ্গে ।

প্রদীপ ভট্টাচার্য জানিয়েছেন, অধীর চৌধুরি কলকাতায় ফেরার পর ফের বামফ্রন্ট নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন তাঁরা । আজকের বৈঠক যে নিষ্ফলা হয়েছে সেই ইঙ্গিত ছিল প্রদীপ ভট্টাচার্যের কথায় । যদিও বামফ্রন্টের তরফে আজ কোনও বিবৃতি দেওয়া হয়নি ।

আরও পড়ুন :- অমর্ত্য সেনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, অ্যাকাডেমিতে প্রতিবাদ সভা বিশিষ্টদের

সূত্রের খবর, অধীর চৌধুরির প্রস্তাবিত আসনগুলি নিয়েই সমস্যা দেখা দিয়েছে বামফ্রন্টের সঙ্গে । অধীর চৌধুরি জানিয়েছিলেন, তাঁরা আলাদাভাবে শরিক দলের জন্য আসন ছাড়বেন না । বামফ্রন্টের প্রধান শরিক দল সিপিআইএমকে আসন ছাড়া হবে । সেখান থেকে তারা শরিক দলকে আসন বণ্টন করবে । আদৌ কি জোট সম্ভব এভাবে? প্রশ্ন রয়ে গেল বামফ্রন্ট এবং কংগ্রেসের একাংশের মধ্যে ।

ABOUT THE AUTHOR

...view details