কলকাতা, 28 অক্টোবর : দেশজুড়ে বাড়ছে কোরোনার সংক্রমণ । এরই মাঝে কেন্দ্রীয় সরকারের তরফে সর্বভারতীয় JEE ও NEET-এর নির্দেশিকা জারি করা হয়েছে ৷ সেই কারণে সংশ্লিষ্ট পরীক্ষা দু'টি পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়ে রাজ্যপালকে চিঠি দিল বাম-কংগ্রেস পরিষদীয় দল ।
এই পরীক্ষা দু'টি পিছিয়ে দিলে পড়ুয়াদের বছর নষ্ট হবে না বলে দাবি করা হয়েছে চিঠিতে । অতীতেও রাজ্যপালের কাছে সংশ্লিষ্ট পরীক্ষা দু'টির প্রশ্নপত্র নিয়ে অভিযোগ জানিয়েছিল বাম এবং কংগ্রেস নেতৃত্ব । তাদের প্রশ্ন ছিল, শুধু ইংরেজি-হিন্দি এবং গুজরাতি ভাষায় কেন প্রশ্নপত্র হবে ? দেশের পঞ্চম বৃহত্তম ভাষা বাংলাকে কেন বাদ রাখা হচ্ছে প্রশ্নপত্রের তালিকা থেকে ? আঞ্চলিক ভাষায় প্রশ্ন হলে বাংলাকেও তার অন্তর্ভুক্ত করতে হবে বলে দাবি জানিয়েছিল তারা ।