কলকাতা, 21 জুন:পঞ্চায়েত নির্বাচনে নির্বাচনী নথি বিকৃত করার অভিযোগ উঠেছে । সেই মামলায় বুধবার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা ৷ এই নিয়ে আগামী 7 জুলাই সিবিআই'কে রিপোর্ট পেশেরও নির্দেশ দিয়েছেন তিনি ৷ আদালতের এই রায়ে খুশি রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলি ৷ আদালতের উপর ভরসা রেখে এই ইস্যুতে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ও রাজ্য নির্বাচন কমিশনারের কড়া সমালোচনা করল বাম-কংগ্রেস ।
এদিন রাজ্য বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, "নথি বিকৃতি হয়েছে । আধিকারিকদের একটা অংশ এরসঙ্গে যুক্ত । সার্টিফিকেট না-দেওয়ায় সমস্যা হয়েছে । বিচারালয় কথা বলছে । বিচারপতি বলে থাকলে সংগত কথা বলেছেন । বামফ্রন্টের তরফে আমরা ডেপুটেশন দিতে গিয়েছিলাম । কিন্তু আমাদের কথা কানে তোলেনি কমিশন । চোখে ঠুলি পড়েছে । এরকম কমিশন থাকলে শক্তির প্রয়োজন হয় । কোর্টের নির্দেশ থাকলে কমিশনের কমপ্লাই করা উচিত । রাজ্য সরকারের বাধ সাধা উচিত নয় ।"
নির্বাচন কমিশন যদি সঠিকভাবে দায়িত্ব পালন না-করতে পারেন তাহলে কমিশনারের পদ ছেড়ে দেওয়া উচিত বলেও এদিন মন্তব্য করেছেন বিচারপতি । এ বিষয়ে বিমান বসু বলেন,"নির্বাচনকে খেলনার মতো বিচার করা হচ্ছে । দু-একটা ক্ষেত্রে ভয় ভীতি দেখানো হচ্ছে । পুলিশ জোর করে নিয়ে যাচ্ছে । সরকার বলে দিয়েছে । টিএমসি গেলে গ্রামের লোক ঘিরে ফেলবে ।"