পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গণবণ্টনে মিলছে না উপকার, কোরোনার তথ্য নিয়েও বিভ্রান্তি; মুখ্যমন্ত্রীকে চিঠি বাম-কংগ্রেসের

রাজ্যের ঘোষণা অনুযায়ী পরিমাণমতো মিলছে না রেশন । কোরোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা নিয়েও বিভ্রান্তি তৈরি করা হচ্ছে । তাই রাজ্য সরকারের পদক্ষেপগুলির মূল্যায়ন ও সংশোধন করতে বলে মুখ্যমন্ত্রীকে চিঠি দিল বিরোধীরা ।

Left Cong
সুজন-মান্নান

By

Published : Apr 6, 2020, 9:05 AM IST

কলকাতা, 6 এপ্রিল : গণবণ্টন ব্যবস্থা থেকে উপকৃত হচ্ছে না রাজ্যের মানুষ । কোরোনা আক্রান্তের তথ্য নিয়েও বিভ্রান্তির সৃষ্টি করা হচ্ছে । এইসব অভিযোগ জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিল বাম-কংগ্রেস ।

কোরোনা সংক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে মানুষ সচেতন । চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্যকর্মী, অত্যাবশ্যকীয় পরিষেবায় যুক্ত মানুষও কোরোনার বিরুদ্ধে লড়াই জিততে সক্রিয় ও সতর্ক । মানছে লকডাউন । এই দিকগুলো বিবেচনা করেই সরকারের গৃহীত পদক্ষেপগুলির মূল্যায়ন ও প্রয়োজনীয় সংশোধন দরকার বলে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে জানালেন সুজন চক্রবর্তী ও আবদুল মান্নানরা ।

বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী ও রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান চিঠিতে জানান, লকডাউনের সময় মানুষের খাদ্যের সংস্থান করা খুবই গুরুত্বপূর্ণ । গরিব ও অসহায়দের জন্য এটা বেশি জরুরি । প্রধানমন্ত্রী চাল-আটা, ডাল, চিনির সংস্থানের ঘোষণা করেছেন । রাজ্যের তরফেও ঘোষণা করা হয়েছে মাসের খাদ্যসামগ্রী দেওয়া হবে । কিন্তু সেইসব ঘোষণাই বৃথা । বাস্তবের সঙ্গে তার কোনও মিল নেই । দীর্ঘ প্রতীক্ষার পরও রেশনে কোথাও এক বা দুই কেজি চাল মিলছে । কোথাও আবার সেটাও পায়নি মানুষ । ডিলার বলছে ঠিকমতো সরবরাহ নেই । সরকারি ঘোষণা অনুযায়ী যথাযথ রেশন না পেলে মানুষ বিপদে পড়বে । বিভ্রান্ত হবে । তখন খিদের জ্বালায় ব্যাহত হতে পারে লকডাউনের উদ্দেশ্য । তাই কোরোনার বিপদ এড়াতে গিয়ে খিদের জ্বালায় মানুষকে যাতে সমস্যায় পড়তে না হয় তা নিশ্চিত করতে বলে গতকাল চিঠি দেয় বাম-কংগ্রেস ।

রাজ্যে কোরোনা আক্রান্তের তথ্য নিয়ে বিভ্রান্তি তৈর করা হচ্ছে বলেও চিঠিতে জানান সুজন ও মান্নান । তাঁরা জানান, কোরোনা আক্রান্ত ও মৃতের তথ্য নিয়ে যে বিভ্রান্তি চলছে তা কাম্য নয় । চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত বা বিশেষজ্ঞদের অভিমত, তথ্য ও পরিসংখ্যানকে কমিয়ে দেখানোর প্রশাসনিক বন্দোবস্ত অবাঞ্চিত ও অবৈধ । রাজ্যে কোরোনা সংক্রমণের পরীক্ষা হচ্ছে না বললেই চলে । স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা ও চিকিৎসা ব্যবস্থা এবং মানুষের খাদ্য ও সংস্থান নিশ্চিত করে ভরসা জোগানোই সরকারের প্রধান দায়িত্ব । ডেঙ্গি নিয়ে তথ্য বিকৃতি বা গোপন করার বহুবিধ অভিযোগ অতীতে বার বার এসেছে । কিন্তু কোরোনায় বিপদ বেশি ।. তাই এক্ষেত্রে তথ্য বিকৃতি বা গোপন করে দেখানোটা বিপজ্জনক । তাই মানুষের জীবন নিয়ে এই অসভ্যতা যাতে বন্ধ হয় তা নিশ্চিত করার জন্য চিঠিতে আবেদন জানানো হয়েছে মুখ্যমন্ত্রীকে ।

ABOUT THE AUTHOR

...view details