কলকাতা, 25 অগস্ট: এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বিরুদ্ধে এবার পালটা অভিযোগ দায়ের করল লিপস অ্যান্ড বাউন্ডস । অভিযোগ, তাদের অনুমতি ছাড়াই নিউ আলিপুরে তাদের অফিসে 16টি এক্সএল ফাইল ডাউনলোড করেছে ইডি । এর ফলে তাদের সংস্থার অভ্যন্তরীণ তথ্য প্রকাশ্যে চলে এসেছে । ওই সংস্থার অ্যাকাউন্ট্যান্ট চন্দন বন্দ্যোপাধ্যায় কলকাতা পুলিশের সাইবার সেলে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন । যদিও এই বিষয়ে কলকাতা পুলিশের কোনও উচ্চপদস্থ আধিকারিক কোনও প্রকারের মন্তব্য করতে চাননি ।
চলতি সপ্তাহে নিউ আলিপুরে লিপস অ্যান্ড বাউন্ডস নামে ওই সংস্থার অফিসে এবং দক্ষিণ 24 পরগনার বিভিন্ন অফিসে তল্লাশি ও অভিযান চালায় ইডি । সোমবার সকাল 11টা থেকে সেখানে প্রায় 18 ঘণ্টা ধরে তল্লাশি অভিযান চালানো হয় ৷ তদন্তকারী আধিকারিকরা মোট এক হাজার পাতার নথি উদ্ধার করেন । তল্লাশি অভিযানের পর মোট তিনটি ব্যাগ নিয়ে সেই অফিস থেকে বেরিয়ে পড়েন তদন্তকারীরা ।
এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দাবি, ওই সংস্থায় চিফ অপারেটিং অফিসার (সিইও) পদে কাজ করতেন ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু । কালীঘাটের কাকুর সঙ্গে ওই সংস্থার 95 লক্ষ টাকার লেনদেন হয়েছে ৷ বুধবার সরাসরি প্রেস বিবৃতি দিয়ে ইডি-র তরফ থেকে জানানো হয়, একটি নির্দিষ্ট সময়ে পর্যন্ত ওই সংস্থার সিইও ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ।