পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের এজলাস বয়কটের সিদ্ধান্ত রাজ্য সরকারের আইনজীবীদের

হাইকোর্টের বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের এজলাস বয়কটের সিদ্ধান্ত রাজ্য সরকারের আইনজীবীদের ৷

ফাইল ফোটো

By

Published : Jul 22, 2019, 1:17 PM IST

Updated : Jul 22, 2019, 1:47 PM IST

কলকাতা, 22 জুলাই : কলকাতা হাইকোর্টের বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের এজলাসে কোনও মামলার শুনানিতে সওয়াল না করার সিদ্ধান্ত রাজ্য সরকারের আইনজীবীদের । তাঁদের অভিযোগ, বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় মামলার কপি ভালো করে না পড়ে, রাজ্যের বক্তব্য ভালো করে না শুনে রায় দিচ্ছেন । বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়কেও একথা জানিয়েছেন রাজ্য সরকারের আইনজীবী ভাস্কর বৈশ্য । আজই বনগাঁ পৌরসভায় অনাস্থা সংক্রান্ত মামলার শুনানি আছে বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের এজলাসে ।

আজ বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের এজলাসে গঙ্গারামপুর পৌরসভায় অনাস্থা সংক্রান্ত একটি মামলার দৃষ্টি আকর্ষণ করেন BJP-র হয়ে লড়া এক আইনজীবী । বিচারপতি জানান, বেলা ৩টের সময় তিনি বিষয়টি শুনবেন । পাশাপাশি, তিনি রাজ্যের তরফে আইনজীবীকে ওই সময় উপস্থিত থাকার নির্দেশ দেন । তখন রাজ্য সরকারের তরফে বিভিন্ন মামলায় দাঁড়ানো আইনজীবী ভাস্কর বৈশ্য জানান, AG কিশোর দত্তসহ কোনও আইনজীবীই তাঁর বেঞ্চের কোনও মামলাতে হাজির থাকতে চাইছেন না । কিন্ত, কেন? সেবিষয়ে ওই আইনজীবী কিছু বিস্তারিত জানাননি ৷ তবে, এবিষয়ে এজলাসের বাইরে অন্য এক আইনজীবী বলেন, "বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় কোনও মামলার কপি ভালো করে না পড়ে, রাজ্য সরকারের বক্তব্য না শুনে, বুঝে যাচ্ছেন মামলার ভিতরে কী আছে ৷ সেই জন্য ঠিক হয়েছে ১১ নম্বর কোর্টের কোনও মামলাতেই রাজ্য সরকারের তরফে কেউ সওয়াল করতে দাঁড়াবেন না ।"

হালিশহর মামলা নাকি অন্য কারণ? ঠিক কী কারণে এই সিদ্ধান্ত নিলেন রাজ্য সরকারের আইনজীবীরা ৷ মামলাকারীদের একাংশ বলছেন, হালিশহর পৌরসভা সংক্রান্ত মামলায় বিচারপতির পর্যবেক্ষণে ক্ষুব্ধ হয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের আইনজীবীদের তরফে ৷ অবার অন্য একটি অংশ বলছে, নৈহাটি, বনগাঁ, হালিশহরসহ একাধিক পৌরসভার বিভিন্ন মামালায় বারবার রাজ্যকে চূড়ান্ত ভর্ৎসনা করেন বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় । তাই আজ রাজ্য সরকারের আইনজীবীরা এই সিদ্ধান্ত নিয়েছেন ।

Last Updated : Jul 22, 2019, 1:47 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details