পশ্চিমবঙ্গ

west bengal

By ETV Bharat Bangla Team

Published : Nov 29, 2023, 2:05 PM IST

ETV Bharat / state

মিছিল করে শাহের সভার পথে আইনজীবীরা

Lawyers Rally to Amit Shah Meeting: অমিত শাহের সমাবেশে যোগ দিতে ব্যানার হাতে মিছিল করে ধর্মতলার উদ্দেশ্যে রওনা আইনজীবীদের ৷

Etv Bharat
মিছিল করে শাহের সভার পথে আইনজীবীরা

মিছিল করে শাহের সভার পথে আইনজীবীরা

কলকাতা, 29 নভেম্বর: শাহী সভায় যোগদান করতে ধর্মতলার পথে হাঁটা দিলেন কলকাতা হাইকোর্টের আইনজীবীরা ৷ হাইকোর্টের বিজেপি লিগাল সেলের তরফে বুধবার ব্যানার হাতে মিছিল করে ধর্মতলায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভায় যোগদান করতে দেখা গিয়েছে আইনজীবীদের ।

এই বিষয়ে লিগাল সেলের তরফে বিজেপি নেতা তথা আইনজীবী লোকনাথ চট্টোপাধ্যায় বলেন, "বিচারব্যবস্থার সেনানী হিসাবে আমরা আজ বিজেপি সমর্থিত আইনজীবীদের তরফে এখান থেকে একেবারে ধর্মতলায় সভাস্থলে যাব । আমাদের সেখানে ডাকা হয়েছে । পশ্চিমবঙ্গে এখন যেখানে গণতন্ত্রের সমস্ত স্তম্ভগুলো ভেঙে পড়েছে তখন আদালত বারবার গণতন্ত্র বাঁচাতে এগিয়ে এসেছে । আমরা সেই বিচারব্যবস্থার সেনানী হিসাবেই আজকের এই সভায় যোগদান করতে যাচ্ছি ।"

উল্লেখ্য, আজকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এই সভাকে কেন্দ্র করে পুলিশ প্রশাসনের সঙ্গে বিরোধ সামনে এসেছিল বিজেপির ৷ পুলিশ সভার অনুমতি না-দেওয়ায় শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হতে হয়েছিল গেরুয়া শিবিরকে ৷ কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার সিঙ্গেল বেঞ্চ রাজ্যকে সভা করার অনুমতি দিতে নির্দেশ দিলেও রাজ্য সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল করে । এতে বিরক্ত হয়ে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ বলেই ফেলে তাহলে ধর্মতলার ভিক্টোরিয়া হাউজের সামনে রাজ্যের শাসকদল যে 21 জুলাইয়ের সভা করে সেটাও বন্ধ রাখার নির্দেশ দিয়ে দিক আদালত !

রাজ্যের বক্তব্য ছিল ওই জায়গাতেই সভা না-করে ধর্মতলায় একাধিক জায়গা রয়েছে সেখানে করা যেতে পারে । শেষে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ভিক্টোরিয়া হাউজের সামনে বিজেপিকে সভা করতে নির্দেশ দেয় । এই সভাতেই আজ মূল বক্তা হিসেবে হাজির থাকছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ।

ABOUT THE AUTHOR

...view details