পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হাওড়া আদালতের ঘটনায় আইনজীবীরা দ্বারস্থ নির্বাচন কমিশনের - electioncommission

হাওড়া আদালতের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে এবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন আইনজীবীরা

আইনজীবীরা দ্বারস্থ নির্বাচন কমিশনের

By

Published : May 13, 2019, 8:49 PM IST

কলকাতা, 13 মে : হাওড়া আদালতের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে এবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন আইনজীবীরা । কিছুদিন আগে রাজ্যপালকে স্মারকলিপি দিয়েছিলেন তাঁরা । রাজ্যপাল আশ্বাস দিয়েছিলেন তিনি রাজ্যের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ওই দাবিপত্র পাঠিয়ে দেবেন এবং সরকার যাতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে সেই ব্যাপারে বলবেন । তাহলে আজ আবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে হচ্ছে কেন ? এই ব্যাপারে আলিপুর বার অ্যাসোসিয়েশনের তরফে সুব্রত সর্দার বলেন, "এখন যেহেতু সারা দেশে নির্বাচন চলছে তাই প্রশাসনিক আধিকারিকরা নির্বাচন কমিশনের অধীনস্থ । সুতরাং প্রশাসনিক কোনও পদক্ষেপ করতে হলে নির্বাচন কমিশনকে বলতে হবে । তাই আমরা আলিপুর আদালতের আইনজীবীরা নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছি ।"

ডেপুটি ইলেকশন কমিশনারকে দেওয়া স্মারকলিপিতে বলা হয়েছে, "এই মুহূর্তে রাজ্যের দায়িত্বপ্রাপ্ত পদাধিকারী হিসাবে ডেপুটি নির্বাচন কমিশনার পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য । সেদিন পুলিশ যেভাবে নির্বিচারে বর্বরোচিতভাবে আইনজীবীদের উপর লাঠিচার্জ করেছে, সংশ্লিষ্ট অফিসারদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপই আমরা যথাযথ বলে মনে করছি।"

অন্যদিকে হাওড়া আদালতের ঘটনায় যে স্বতঃস্ফূর্ত মামলা দায়ের হয়েছিল তাতে ডিভিশন বেঞ্চ বার কাউন্সিলকে হলফনামা দিতে বলেছিল । কাউন্সিল ইতিমধ্যে হলফনামা জমা করেছে । এবং সূত্রের খবর হলফনামায় বার কাউন্সিল সেদিনের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেছে । হলফনামায় বলা হয়েছে, পুলিশ সেদিন আইনশৃঙ্খলা রক্ষার নামে সীমা ছাড়িয়েছিল । দাবির সপক্ষে ঘটনার সমস্ত নথিপত্র তুলে দেওয়া হয়েছে আদালতের হাতে । পাশাপাশি এটাও বলা হয়েছে কাউন্সিল যদি সারা রাজ্যে কর্মবিরতির ডাক না দিত তাহলে পরিস্থিতি আরও খারাপ হতে পারত । কাউন্সিল ইতিমধ্যে রাজ্যের আইনমন্ত্রীর সঙ্গে দেখা করেছে । এবং পরিস্থিতি যাতে স্বাভাবিক করা যায় তার আশ্বাসও দিয়েছেন । হাইকোর্টের পাঁচ বিচারপতিকে নিয়ে যে কমিটি তৈরি করা হয়েছে বার কাউন্সিল তাদের সঙ্গেও দেখা করেছে । আগামীকাল এই মামলার শুনানি । আইনজীবীদের কর্মবিরতি আদৌও উঠবে কি না তা এখন এই মামলার উপর অনেকটাই নির্ভর করে আছে ।

ABOUT THE AUTHOR

...view details