কলকাতা, 14 মার্চ: ইডির হাতে গ্রেফতারের আশঙ্কা রয়েছে ৷ তাই রক্ষাকবচ চেয়ে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু ( Lawyer Sanjay Bose Approaches HC )। ইতিমধ্যেই তাঁর বাড়িতে ইডি তল্লাশি চালিয়েছে । আগামিকাল বুধবার ফের তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে ইডি । সেইজন্যই কি তড়িঘড়ি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আইনজীবী ? উঠছে এমনই একাধিক প্রশ্ন ৷
Sanjay Bose in Cal HC: ইডির হাতে গ্রেফতারের আশঙ্কা, রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ অভিষেকের আইনজীবী - আইনজীবী সঞ্জয় বসু
আগে তাঁর বাড়িতে তল্লাশি চালিয়েছে ইডি ৷ আগামিকাল ফের তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে ইডির দফতরে ৷ গ্রেফতারির আশঙ্কায় হাইকোর্টের দ্বারস্থ হলেন আইনজীবী সঞ্জয় বসু (Sanjay Bose) ৷
কিন্তু বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও বিশ্বরূপ চৌধুরীর ডিভিশন বেঞ্চ আজ তাঁকে কোনওরকম রক্ষাকবচ দেননি ।আগামিকাল এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে । সেখানেই নির্ভর করছে তাঁকে রক্ষাকবচ দেওয়া হবে কি না ৷ এদিন সকালে সঞ্জয় বসুর (Lawyer Sanjay Bose) তরফে আইনজীবী সপ্তাংশু বসু বিষয়টি নিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন । মামলা দায়ের করার আবেদন করেন বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে । সেই মতো মামলা দায়ের করার করার অনুমতি দেয় ডিভিশন বেঞ্চ । জরুরি ভিত্তিতে এদিন শুনানির আবেদন জানান তাঁর আইনজীবী সপ্তাংশু বসু ৷ কিন্তু আদালত বুধবার শুনানির নির্দেশ দেয় ৷
পিনকন চিটফান্ড সংস্থার মামলায় তাঁকে প্রতিদিন হেনস্থা করা হচ্ছে বলে হাইকোর্টে দাবি করেন সঞ্জয় বসুর আইনজীবী। ভুয়ো অর্থলগ্নির সংস্থার এই মামলায় তদন্তে নেমে সঞ্জয় বসুর আলিপুরের বাড়িতে ইতিমধ্যেই রেড করেছেন ইডির আধিকারিকরা । 1 মার্চ দিল্লি থেকে এসে সঞ্জয়ের আলিপুরের বাড়িতে তল্লাশি অভিযানও চালান তাঁরা । প্রায় 22 ঘণ্টা ম্যারাথন তল্লাশির পর তাঁর বাড়ি থেকে বেশ কিছু নথিপত্র উদ্ধার করেন । তারপরই তাঁকে ইডি দফতরে জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিতে বলা হয় । তবে আগামিকাল তাঁকে ইডির দফতরে হাজিরা দিতে হবে কি না, তা কলকাতা হাইকোর্টের এই মামলার উপর অনেকটাই নির্ভর করছে ।
আরও পড়ুন :পঞ্চায়েতের রণকৌশল নির্ধারণে শুক্রবার তৃণমূলের বর্ধিত ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকলেন মমতা