কলকাতা, 7 অক্টোবর : নিখোঁজ কলকাতা হাইকোর্টের আইনজীবী ও BJP কর্মী পঙ্কজ সিংঘানিয়া । জানা গিয়েছে, এদিন বাগবাজার এলাকায় একটি মিটিংয়ে গিয়েছিলেন তিনি । সেখান থেকেই তাঁকে অপহরণ করে হয়েছে বলে দাবি BJP কর্মীদের । তাঁদের আরও দাবি যে, পুলিশের কাছে অভিযোগ জানাতে গেলেও অভিযোগ গ্রহণ করা হয়নি । এরপরেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় BJP কর্মীরা । অবিলম্বে পঙ্কজ সিংঘানিয়াকে খুঁজে বের করে আদালতে হাজির করতে হবে । এই দাবীতেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করল BJP লিগাল সেল ।
জানা গিয়েছে, গতকাল পঙ্কজ সিংঘানিয়া বাগবাজারে যুব মোর্চার একটি মিটিংয়ে অংশগ্রহণ করতে গেছিলেন সন্ধে আটটা নাগাদ । সম্পূর্ণ কোভিড প্রোটোকল মেনেই মিটিং চলছিল । রাত সাড়ে 9টা নাগাদ পার্টির আর এক সদস্য রিতেশ সিং ও পঙ্কজ সিংঘানিয়াকে হঠাৎ করে একটি মাহিন্দ্রা বোলেরো গাড়িতে জোর করে তোলার চেষ্টা করা হয় বলে অভিযোগ । গাড়িতে মোট 7 থেকে 8 জন ছিল বলে দাবি করেন BJP কর্মীরা । রিতেশ সিং কোনওরকমে পালিয়ে যান । কিন্তু পঙ্কজ সিংঘানিয়াকে আততায়ীরা ধরে নিয়ে যায় বলেই অভিযোগ ।